প্রভু, শান্তি কোথা পাই

3

প্রভু শান্তি কোথা পাই
এ যে অশান্তির মন্ডল।
শান্তি যে কোথাও নাই।।

জীবন গ্রাসে তীব্র আশে
স্বপ্ন মরে দিনে দিনে।।
আমি মরি তিলে তিলে।
সুখ যে কোথাও না পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।

শুনেছি তোমার কোলে চরম শান্তি
তাই তোমার কোলে মাথা রাখতে চাই।
একবার ডেকে নাও না কাছে
আর কিছু না চাই।।

জানি আত্মহত্যা মহা পাপ
তাই পারি না করতে নিজেরে নাষ।।
তাই অশান্তি নিয়ে দিন গুণি।
যদি তোমার করুণা পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।
-Dipankar Saha (Deep)

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

3

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

নাম-দীপঙ্কর সাহা। ডাক নাম -দীপ। ছদ্মনাম- দীপশেখর। বাবার নাম-দিলীপ সাহা। মায়ের নাম-শান্তা সাহা। ভাইএর নাম-ত্রিদ্বীপ ভৌমিক। পেশা-ভাস্কর্য শিল্পী,কবি, লেখক, গায়ক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply