প্রভু, শান্তি কোথা পাই

2

প্রভু শান্তি কোথা পাই
এ যে অশান্তির মন্ডল।
শান্তি যে কোথাও নাই।।

জীবন গ্রাসে তীব্র আশে
স্বপ্ন মরে দিনে দিনে।।
আমি মরি তিলে তিলে।
সুখ যে কোথাও না পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।

শুনেছি তোমার কোলে চরম শান্তি
তাই তোমার কোলে মাথা রাখতে চাই।
একবার ডেকে নাও না কাছে
আর কিছু না চাই।।

জানি আত্মহত্যা মহা পাপ
তাই পারি না করতে নিজেরে নাষ।।
তাই অশান্তি নিয়ে দিন গুণি।
যদি তোমার করুণা পাই।।
প্রভু শান্তি কোথা পাই।।
-Dipankar Saha (Deep)

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

Dipankar Saha Deep

Author: Dipankar Saha Deep

নাম-দীপঙ্কর সাহা। ডাক নাম -দীপ। ছদ্মনাম- দীপশেখর। বাবার নাম-দিলীপ সাহা। মায়ের নাম-শান্তা সাহা। ভাইএর নাম-ত্রিদ্বীপ ভৌমিক। পেশা-ভাস্কর্য শিল্পী,কবি, লেখক, গায়ক।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply