বন্যার সর্পিল রূপ

0

সিলেট বাসীর শোকের ছায়া
বইছে বাংলার ঘরে,
শুনছি তাদের আর্তনাদ যে
ভাসছে কেমন করে!

ক্ষুধার কষ্টে সোনার মানিক
মরছে আজি ধুঁকে,
খাবার আশে ….আহাজারি
ভোজন নেই তো মুখে।

আকাশ কাঁদে বাতাস কাঁদে
করুণ ব্যথার তাপে,
এমন নিষ্ঠুর বন্যার ছোবল
এলো কোন সে পাপে॥

বন্যায় ভাসছে প্রাণী জগৎ
মরণ সাথে নিয়ে,
প্রভু মোদের রহম করো
অসীম মায়া দিয়ে।

হে দয়াময় ….মহান প্রভু
সৃষ্টির মালিক তুমি
প্রবল বন্যার ভয়াল থেকে
রক্ষা করো ভুমি।।

বন্যার জলের নির্মম তাণ্ডব
সর্পিল গতি রুপে,
বানের জলের মানুষ গুলো
বন্দি মৃত্যু কুপে।

শাহ্ জালাল রঃ আছেন তিনি
সিলেটের ওই বুকে,
আশেকগনের উছিলায় আজ
বন্যা দাও যে রুখে।

পীর আউলিয়া মাজার শরীফ
আছে আশেক গণে,
নেক বান্দাদের স্মরণ করে
ডাকে সকল জনে।

প্রভু তোমার কৃপা ছাড়া
বাঁচার নেইতো মতি,
থমকে গেছে জীবন যেনো
অসাড় হলো গতি।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

উপন্যাস পর্ব এক মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এক" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ আসছে ১লা বৈশাখ শুভ নববর্ষ।চারদিকে নতুন বছরের আমেজ ফুটে

Leave a Reply