মা আমার শ্যামা মোর ঐ একটিই নাম আছে জানা

0

মা আমার শ্যামা
মোর ঐ একটিই নাম আছে জানা।
মায়ের রূপের কাছে জগৎ হার মানে
গগন নোয়ায় মাথা মা’র শ্রীচরণে।

জানি আছে আরও কত শত লক্ষ কোটি নাম আমার শ্যামা মায়ের-
হরি,রাধা,শিব,বিষ্ণু সব নামই তো আমার কালী মায়ের।

মায়ের মতন এমন করে কেউ ভালোবাসেনি আমায় আগে,
মায়ের মতন এমন করে কেউ কাঁদেনি আমার কাছে।

মা আমার শ্যামা
‘শ্যামা শ্যামা’ বলে ডাকি তাই শোনে সকল কথা।
বলে আমায়, ‘বাছা রে আয় আমার বুকে’
আমি সে কথায় ভুলে বিশ্ব ভুবন ঠাঁই নিই মায়ের শ্রীচরণে।

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

Leave a Reply