বর্তমানে আমাদের সবার হাতে একটা বা একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে। কিন্তু আজ থেকে ১০/১২ বছর আগে এই চিত্র ছিলোনা। বাংলাদেশে অ্যান্ড্রয়েড আসার আগে সকলে বাটন ফোনের উপর নির্ভরশীল ছিলো। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে থাকলেও প্রায় সবাই বাটন ফোনের দিকে ঝুকছে। এর কারন কী জানেন? এর কারন হলো এক গবেষনায় দেখা গেছে অ্যান্ড্রয়েড ফোনে যখন কথা বলা হয় কানে দিয়ে সেই সময় ফোন থেকে প্রচুর রেডিয়েশন বের হতে থাকে যেটি সরাসরি আমাদের মস্তিষ্কের ক্ষতি করে এবং অনেক্ষণ কথা বললে কান ব্যাথা হয়ে যেতে পারে।
সেরা বাটন মোবাইলের দাম
অ্যান্ড্রয়েড ফোনের থেকে বাটন ফোনে কথা বলা স্বাস্থ্যকর। আর মূলত এই কারনে মানুষ বাটন মোবাইল ব্যাবহার করে থাকে যদিও তার অ্যান্ড্রয়েড ফোন আছে। আসুন বর্তমান বাজারে সেরা ১০ টি বটন মোবাইলের দাম দেখে নিই।
১/ Vega V7 Fortune (দাম: 990৳)
2/ Symphony M50 (দাম: ১৬৫০৳)
৩/ Symphony S45 ( দাম: ১৫৮৯৳)
৪/ Walton MM24 ( দাম: ১২১৫৳)
৫/ Walton Olivo MM26 (দাম: 1250৳)
৬/ Nokia 110DS (দাম: ২৭৭৩৳)
৭/ Geo R40 (দাম: ১৭০০৳)
৮/ Agetel ag29 (দাম: ১৬৮৮৳)
৯/ GPHONGP35 Folding Phone (দাম: ১৭৯০৳)
১০/ Energier E241S (দাম: ৩৬৩৬৳)
৫০০ টাকায় বাটন মোবাইল
I Kall K74
আপনার বাটন মোবাইল কেনার বাজেট যদি ৫০০ টাকা বা এর কম হয়ে থাকে তাহলে আপনার জন্য I Kall K74 মডেলের মোবাইলটি সেরা। এই ফোনে একটি সিম সাপোর্ট করে এবং 2G সাপোর্টেড মোবাইল ফোন এটি। এই মোবাইলটিতে FM রেডিও আছে এবং মোবাইলের পেছনে এটি স্পিকার দেয়া রয়েছে।
I kall k74 মোবাইল ফোনের ফিচারগুলি
ডিসপ্লে: ১.৪৪ ইঞ্চি
ব্যাটারি: ৮০০ mAh
ক্যালকুলেটর: ✅
অ্যালার্ম: ✅
ক্যালেন্ডার: ✅
দাম: ৩৭৮ টাকা।
Rocktel R6
আপনি যদি ৫০০ টাকা বাজেটের ফোনে অনেক জোরে গান শুনতে পছন্দ করেন তাহলে এই Rocktel R6 মোবাইল ফোনটি আপনার জন্য। এই মোবাইলটি একসাথে দুইটি সিম সাপোর্ট করে এবং 2G সাপোর্টেড।
Rocktel R6 মোবাইল ফোনের ফিচারগুলি
ডিসপ্লে: ১.৮ ইঞ্চি
ক্যামেরা: ০.৩ মেগাপিক্সেল
ব্যাটারি: ১০০০ mAh
দাম: ৪৪৯ টাকা
MP4: ✅
Rocktel W7
আপনি কী দেখতে আকর্ষণীয় বাটন মোবাইল কিনতে চান ৫০০ টাকার মধ্যে? তাহলে আপনার জন্য সেরা হলো Rocktel W7 মডেলের ফোন। এই মোবাইল ফোনে একটি সিম সাপোর্ট করে যা ২G প্রোভাইড করে।
Rocktel W7 মোবাইল ফোনের ফিচারগুলি
ডিসপ্লে: ২.৪ ইঞ্চি
ক্যামেরা: ০.৩ মেগাপিক্সেল
ব্যাটারি: ১২০০mAh
MP4: ✅
দাম: ৪৪৯ টাকা
সবচেয়ে কম দামে বাটন মোবাইল
সবচেয়ে কম দামে বাটন মোবাইল হলো I kall k74। এই মোবাইল দেখতে যেমন আকর্ষণীয় তেমন এর দাম একদম কম। এই মোবাইল ফোনের দাম ৩৭৮ টাকা মাত্র। এই ফোনে রয়েছে একটি সিম স্লট যা 2G সাপোর্টেড। ৮০০mAh ব্যাটারি রয়েছে যার ফলে এক চার্জে কয়েকদিন আরামে পার করা সম্ভব। এছাড়াও এই মোবাইল ফোনে রয়েছে ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, ক্যালেন্ডার, অ্যালার্ম যার কারনে মোবাইলটি সবচেয়ে কম দাম হওয়ার পরেও আকর্ষণীয় এবং ব্যাবহার উপযোগী।
এন্ড্রয়েড বাটন মোবাইল
Geo Phone T19
এন্ড্রয়েড বাটন মোবাইল গুলির মধ্যে সেরা ফোনটি হলো Geo Phone T19। আপনি এই বাটন ফোনের মাধ্যমে এন্ড্রয়েড মোবাইলের মুটামুটি সকল ফিচার ব্যাবহার করতে পারবেন। What’sApp, Facebook, Youtube সহ সকল সুবিধা নিতে পারবেন আপনি এই ফোনের মাধ্যমে।
Geo Phone T19 ফোনের ফিচারগুলি
ডিসপ্লে: ২.৮ ইঞ্চি
সিম: ডুয়াল সিম
নেটওয়ার্ক: 4G
RAM: ৫১২ এম. বি
ROM: ৪ জিবি
অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা: ২ মেগাপিক্সেল
imi R2 Android mobile
এন্ড্রয়েড বাটন মোবাইল গুলার মধ্যে অন্যতম সেরা মোবাইল ফোন হলো imi R2। এটি দেখতেও অনেক আকর্ষণীয় একটি মোবাইল। এর কালার গাড় লাল এবং এটি স্লিম যা ব্যাবহার করতে অনেক ভালো লাগে। imi R2 মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হলো Android verson 6.0।
imi R2 এন্ড্রয়েড মোবাইল এর ফিচারগুলি
ডিসপ্লে: ২.৩১ ইঞ্চি
সিম: ডুয়াল সিম
নেটওয়ার্ক: 4G
RAM: ১ জিবি
ROM: ২৫৬ এম. বি.
অপারেটিং সিস্টেম: এন্ড্রোয়েড
ফ্রন্ট ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা: ২ মেগাপিক্সেল
ব্যাটারি: ১৫০০ mAh
4G বাটন মোবাইল
4G বাটন মোবাই গুলির মধ্যে Energier E241s বাটন মোবাইলটি সেরা। এই ফোনটি মাত্র ৩৬৩৬ টাকায় পাবেন এর সাথে আরো থাকছে Wifi, Youtube, Hotspot এর সাথে থাকছে ১৯০০ mAh ব্যাটারি ব্যাকআপ। নিয়মিত ব্যাবহারের জন্য এই মোবাইলটি আপনার পছন্দের তালিকার উপরে রাখতে পারেন।
১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল
১২০০ টাকার মধ্যে বর্তমান বাজারে বেশ কিছু বাটন মোবাইল ফোন পাওয়া যাচ্ছে যেগুলি আপনি ফোনে কথা বলার জন্য ব্যাবহার করতে পারবেন। অধিকংশ মানুষ বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি বাটন ফোন ব্যাবহার করে কারন বাটন ফোনে কথা বলে যেই শান্তি পাওয়া যায় তা অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়না।
১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল গুলির মধ্যে সবচেয়ে ভালো ফোন হচ্ছে icon i72 rock ফোনটি। এ ফোনে রয়েছে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং দুইটি সিম সাপোর্ট করে। এই মোবাইলে আপনি ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যাবহার করতে পারবেন। এই মোবাইলটির দাম ৯৯০ টাকা মাত্র।
এই মোবাইলটি স্যামসাং কম্পানির গুরু মিউজিক মোবাইলের আদলে তৈরি করা হয়েছে। এই মোবাইলটি দেখতে বেশ আকর্ষণীয় হয়ে থাকে। আপনি এই ফোনে পাবেন ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং ১০০০ mAh ব্যাটারি। এই মোবাইল একবার চার্জ দিলে কয়েকদিন পর্যন্ত চালানো যায়। মোবাইলটির দাম ৯৮৯ টাকা।
এই মোবাইল ফোন ১২০০ টাকার মধ্যে সেরা বাটন ফোনগুলির একটি। আপনি এই ফোনে পাচ্ছেন ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং নতুন ফোন কিনলে বক্সে পাবেন একটি চার্জার, হেডফোন এবং ১ বছরের ওয়ারেন্টি কার্ড। এই মোবাইলের ডিজাইন খুবই সুন্দর এর পুরো বডি ব্লু এবং সামনের অংশ ব্লাক। এছাড়াও এটি দেখতে সুন্দর করার জন্য এর বাটনগুলির লেখাতে সাদা রং ব্যাবহার করা হয়েছে। মোবাইলটির দাম ১০৫৫ টাকা।
আরো কিছু ব্রান্ড দেখুন-
তিন সিমের বাটন মোবাইল
বাংলাদেশে বিভিন্ন কম্পানির বাটন মোবাইল পাওয়া যায় যেগুলিতে তিনটি করে সিম সাপোর্ট করে। এই ফোনগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় তিন সিমের বাটন মোবাইলটি হলো Maximus M84। এই মোবাইল ফোনের বর্তমান দাম ১৪৯৯ টাকা এবং এতে রয়েছে ১.৮” ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের ব্যাকে ব্যাবহার করা হয়েছে ডিজিটাল ক্যামেরা এবং এটির ব্যাটারি ২৫০০ mAh যার ফলে দীর্ঘ সময় চার্জ থাকে ফোনে।
আরো দেখুন-
- সিম্ফনি বাটন মোবাইল দাম ২০২৩
- itel বাটন মোবাইলের দাম ও ছবি
- ৩০ হাজার টাকার মধ্যে সেরা মোবাইল
- ১৫০০০ টাকার মধ্যে সেরা ১০ টি মোবাইল ফোন
- ল্যাপটপ এর দাম ২০২৩

আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সেরা ১০টি বাটন মোবাইলের দাম নিয়ে লেখার জন্য। এখান থেকে আমরা অনেকটা ধারণা করতে পারলাম। আপনার জন্য দোয়া রইল আপনি আরও এগিয়ে যান এবং সফল হন।
উপকারী তথ্য