৪ টি ছোট কবিতা

1

তুমি আমার শুকতারা

আকাশ ভরা তারা ছিল, সাগর ভরা জল ছিল, পাহাড় ভরা নদী ছিল।
শুধু তুমি আমার ছিলেনা।
সেই কথাটি খুব মনে পড়ে।
সেই কথাটি মনে পড়লে আমি কেমন যেন হয়ে যাই।আমি বার বার ভাবি তুমি যদি আমার থাকতে!

তুমি আমার ছিলেনা তাতে কি হয়েছে?  কোনকিছু’ কিছু মনে হয়নি।

আজ তুমি আমার আজ কি হচ্ছে?  আজ সবকিছু’ সবকিছু লাগছে।

তাহলে? আজ একটা কথাই ভাবি, সেদিন যদি তুমি তুমি থাকতে তাহলে কার মনে কার কথা ভাসত?

আমার কিছু কথা ছিল

আমি কৃষক, আমি শ্রমিক, আমি ঘাম ঝরানো নাবিক।
আমি কি চাই?
আমি চাই তোমাদের একটু ভালবাসা।
তোমাদের একটু ভালবাসা পেলে আমি ধন্য হই।

তোমরা কি আমাকে ভালবাসবে?
জানি তোমরা কোনদিনই আমাকে ভালবাসবেনা।
তাইতো আমার এত দুঃখ।
আমার এ দুঃখের শেষ কোথায়?

তুমি শুধু তুমি

যার কারনে পৃথিবী সুন্দর তাকে আমি অভিনন্দন জানাই।
বলি ‘তুমি যদি না জন্মাতে আমি কি করতাম? কোথায় হারিয়ে যেতাম? কে আমাকে আশ্রয় দিত? কার বুকে ঠাঁই নিতাম?

তুমি জন্মেছ বলেই পৃথিবীটা এত সুন্দরঃ আকাশকে আকাশ মনে হয়, নদীকে নদী, সাগরকে সাগর,শুধু তুমি আমার নয় সে কথাও জানি কিন্তু তারপরও বলি,’ তুমি সুন্দর’। কারন তুমি ছাড়া আমার কিছুই ভাল লাগেনা।

এই যে নীল প্রজাপতি সে হাসছে আর বলছে, তুমি আমার নয়।আমি বলি,তুমি আমার। কারন তোমার কারনেই সব সুন্দর।

আমি যদি কোনদিন লংকাবাংলা যাই সেখানে অ্যাফ্রোদিতিকে তোমার কথা বলব। সে হাসবে আর বলবে, ‘ সত্যিই তুমি সুন্দর ‘।

এত যে কনকচাঁপা উপহার দিয়েছ তার ঋণ আমি কি দিয়ে শোধ করব? একদিন ঠিকই লাল বেনারসি ফুল পাঠিয়ে দেব।

সুন্দর তুমি ছবি আঁক

আমি সুন্দরের তপস্যা করি,সুন্দরের গান গাই, সুন্দরের ছবি আঁকি, সুন্দরকে নিয়ে কবিতা লিখি।
শুধু তুমি আমার নয় সেই কথাটিও জানি।

তুমি যদি আমার হতে কত কি হত!
আমি সুন্দরকে আরো সুন্দর বলতাম।
এমন একটি দিন কি আসতে পারেনা যেদিন সুন্দরকে আরো সুন্দর হবে?

সেদিনটি আসলে আকাশ তারায় তারায় ভরে যাবে, নদীতে নতুন ঢেউ উঠবে, পাখিরা নতুন করে গাইবে।
সেই দিনটি আদৌ আসবে কিনা কেউ কি আমাকে বলবে?

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply