অর্থসম্পদ থাকলেই কি হবে

1

অর্থসম্পদ থাকলেই কি হবে,

যদি সাথে থাকে মদ্যপায়ীর সহস্র দীক্ষা

যদি প্রতিনিয়ত গলার নিচে নামে সিদ্ধি

যদি না থাকে হাতে কলমে শিক্ষা

যদি না থাকে পরিণত বুদ্ধি।।

অর্থসম্পদ থাকলেই কি হবে,

যদি ধন থাকে পরহস্তে

যদি জ্ঞান থাকে কুকর্মে নিমজ্জিত

যদি সুখ না থাকে নিজ ঘাটিতে

যদি স্বাস্থ্যের বল থাকে পরিশ্রমে মৃত।।

অর্থসম্পদ থাকলেই কি হবে

যদি মনে না থাকে দীনের চিন্তা

যদি সম্মান না থাকে এই প্রশান্তির ভবে

যদি জীবন হয় পুরোই বৃথা।

অর্থ দিয়ে কি হবে ভাই

নৈতিকতা আনো মনে

তবেই সবে দিবে তোমার কথাই সাই

চলবে সবাই তোমারি সনে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply