অর্থসম্পদ থাকলেই কি হবে

1

অর্থসম্পদ থাকলেই কি হবে,

যদি সাথে থাকে মদ্যপায়ীর সহস্র দীক্ষা

যদি প্রতিনিয়ত গলার নিচে নামে সিদ্ধি

যদি না থাকে হাতে কলমে শিক্ষা

যদি না থাকে পরিণত বুদ্ধি।।

অর্থসম্পদ থাকলেই কি হবে,

যদি ধন থাকে পরহস্তে

যদি জ্ঞান থাকে কুকর্মে নিমজ্জিত

যদি সুখ না থাকে নিজ ঘাটিতে

যদি স্বাস্থ্যের বল থাকে পরিশ্রমে মৃত।।

অর্থসম্পদ থাকলেই কি হবে

যদি মনে না থাকে দীনের চিন্তা

যদি সম্মান না থাকে এই প্রশান্তির ভবে

যদি জীবন হয় পুরোই বৃথা।

অর্থ দিয়ে কি হবে ভাই

নৈতিকতা আনো মনে

তবেই সবে দিবে তোমার কথাই সাই

চলবে সবাই তোমারি সনে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

কবিতা কানপড়া আফছানা খানম অথৈ

#কবিতা কানপড়া আফছানা খানম অথৈ যাও বুড়ি চলে যা যেদিকে দুচোখ যা, তুই একটা নষ্টা বউকে দেস কষ্টা। তোর জ্বালা

Leave a Reply