1
অর্থসম্পদ থাকলেই কি হবে,
যদি সাথে থাকে মদ্যপায়ীর সহস্র দীক্ষা
যদি প্রতিনিয়ত গলার নিচে নামে সিদ্ধি
যদি না থাকে হাতে কলমে শিক্ষা
যদি না থাকে পরিণত বুদ্ধি।।
অর্থসম্পদ থাকলেই কি হবে,
যদি ধন থাকে পরহস্তে
যদি জ্ঞান থাকে কুকর্মে নিমজ্জিত
যদি সুখ না থাকে নিজ ঘাটিতে
যদি স্বাস্থ্যের বল থাকে পরিশ্রমে মৃত।।
অর্থসম্পদ থাকলেই কি হবে
যদি মনে না থাকে দীনের চিন্তা
যদি সম্মান না থাকে এই প্রশান্তির ভবে
যদি জীবন হয় পুরোই বৃথা।
অর্থ দিয়ে কি হবে ভাই
নৈতিকতা আনো মনে
তবেই সবে দিবে তোমার কথাই সাই
চলবে সবাই তোমারি সনে।।
আরো পড়ুন-
- ভিটামিন এ জাতীয় খাবার কেন দরকার?
- অন্যপ্রকাশ প্রকাশনী
- চিনি খাওয়ার উপকারিতা
- পৌরাণিক ভালোবাসার গল্প
- সেরা ৭টি গল্পের বই
1