অর্থসম্পদ থাকলেই কি হবে

1

অর্থসম্পদ থাকলেই কি হবে,

যদি সাথে থাকে মদ্যপায়ীর সহস্র দীক্ষা

যদি প্রতিনিয়ত গলার নিচে নামে সিদ্ধি

যদি না থাকে হাতে কলমে শিক্ষা

যদি না থাকে পরিণত বুদ্ধি।।

অর্থসম্পদ থাকলেই কি হবে,

যদি ধন থাকে পরহস্তে

যদি জ্ঞান থাকে কুকর্মে নিমজ্জিত

যদি সুখ না থাকে নিজ ঘাটিতে

যদি স্বাস্থ্যের বল থাকে পরিশ্রমে মৃত।।

অর্থসম্পদ থাকলেই কি হবে

যদি মনে না থাকে দীনের চিন্তা

যদি সম্মান না থাকে এই প্রশান্তির ভবে

যদি জীবন হয় পুরোই বৃথা।

অর্থ দিয়ে কি হবে ভাই

নৈতিকতা আনো মনে

তবেই সবে দিবে তোমার কথাই সাই

চলবে সবাই তোমারি সনে।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

Leave a Reply