আজব ইচ্ছা

0

আমার খুব ইচ্ছা পৃথিবীতে যেখানে যত পাহাড় আছে সবক’টা কিনে নেবো,
এই জন্যই কারণ আমি খুব পাহাড় ভালোবাসি।
আমি চাই শুধু আমি একাই পাহাড় ভালোবাসবো আর অন্য কেউ নয়।
এ ব্যাপারে যদি সবাই আমায় হিংসুটে ভাবে তাতেও ক্ষতি নেই।
পৃথিবীর সব পাহাড় কিনে নিলে সব পাহাড় আমার হয়ে যাবে
তখন শুধু একা আমি ছাড়া আর কে ভালোবাসবে?
কিন্তু পাহাড় বিক্রি করবে কে?
এর উত্তর আমি আজও পেলাম না।
যদি পেয়ে যেতাম এতদিনে আমার নাম গিনিস বুকে লেখা থাকতো!
যা অসম্ভব তা সম্ভব করে দেখাতাম।
যা অবাস্তব তা বাস্তব করে দেখাতাম।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/১২/২০২৩


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রক্তেমোড়া লাশ

আবু সাঈদ জুলাই মাসের বিপ্লবী ওই বীর, স্বৈরাচারকে রুখতে সবাই উচ্চে রাখে শির। জুলাইয়ের ওই প্রথম প্রহর ছিলো রক্তে লাল,

তুমি এসো

তুমি এসো, ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে… দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া, ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।   তুমি

বর্ষার খুশি

বর্ষা এলে সুবাস ছড়ায় কদম কেয়া গন্ধ, কবিরা তাই কাব্য সাজায় লিখে দারুণ ছন্দ। আষাঢ় এলো বর্ষা নিয়ে কদম কেয়া

স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না

চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা, স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক, অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন, জল হয়ে

Leave a Reply