আজব ইচ্ছা

0

আমার খুব ইচ্ছা পৃথিবীতে যেখানে যত পাহাড় আছে সবক’টা কিনে নেবো,
এই জন্যই কারণ আমি খুব পাহাড় ভালোবাসি।
আমি চাই শুধু আমি একাই পাহাড় ভালোবাসবো আর অন্য কেউ নয়।
এ ব্যাপারে যদি সবাই আমায় হিংসুটে ভাবে তাতেও ক্ষতি নেই।
পৃথিবীর সব পাহাড় কিনে নিলে সব পাহাড় আমার হয়ে যাবে
তখন শুধু একা আমি ছাড়া আর কে ভালোবাসবে?
কিন্তু পাহাড় বিক্রি করবে কে?
এর উত্তর আমি আজও পেলাম না।
যদি পেয়ে যেতাম এতদিনে আমার নাম গিনিস বুকে লেখা থাকতো!
যা অসম্ভব তা সম্ভব করে দেখাতাম।
যা অবাস্তব তা বাস্তব করে দেখাতাম।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/১২/২০২৩


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply