আজব ইচ্ছা

0

আমার খুব ইচ্ছা পৃথিবীতে যেখানে যত পাহাড় আছে সবক’টা কিনে নেবো,
এই জন্যই কারণ আমি খুব পাহাড় ভালোবাসি।
আমি চাই শুধু আমি একাই পাহাড় ভালোবাসবো আর অন্য কেউ নয়।
এ ব্যাপারে যদি সবাই আমায় হিংসুটে ভাবে তাতেও ক্ষতি নেই।
পৃথিবীর সব পাহাড় কিনে নিলে সব পাহাড় আমার হয়ে যাবে
তখন শুধু একা আমি ছাড়া আর কে ভালোবাসবে?
কিন্তু পাহাড় বিক্রি করবে কে?
এর উত্তর আমি আজও পেলাম না।
যদি পেয়ে যেতাম এতদিনে আমার নাম গিনিস বুকে লেখা থাকতো!
যা অসম্ভব তা সম্ভব করে দেখাতাম।
যা অবাস্তব তা বাস্তব করে দেখাতাম।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৬/১২/২০২৩


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply