আমার পণ

play icon Listen to this article
1

ফুলের মত আমার এই মন,

মনের কাছে করেছি আমি এই পণ;

ফুলের মত সাজাবো আমার এই জীবন,

বড় হয়ে হব সৎ মানুষের মতন।

মন দিয়ে পড়ালেখা করবো,

জীবন দিয়ে সুন্দর একটি দেশ গড়বো,

সকল দারিদ্রতাকে জয় করব,

বাবা মাকে শ্রদ্ধা করব ভালোবাসবো,

দেশ ও দশের সেবা করব।

 


আরো পড়ুন-

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Afroza

Author: Afroza

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

4 Replies to “আমার পণ”

Leave a Reply