1
ফুলের মত আমার এই মন,
মনের কাছে করেছি আমি এই পণ;
ফুলের মত সাজাবো আমার এই জীবন,
বড় হয়ে হব সৎ মানুষের মতন।
মন দিয়ে পড়ালেখা করবো,
জীবন দিয়ে সুন্দর একটি দেশ গড়বো,
সকল দারিদ্রতাকে জয় করব,
বাবা মাকে শ্রদ্ধা করব ভালোবাসবো,
দেশ ও দশের সেবা করব।
আরো পড়ুন-
1
দারুণ প্রচেষ্টা।
খুব সুন্দর লিখেছেন
সুন্দর দেশ গড়ার স্বপ্ন যারা দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের প্রচেষ্টা করে তাদের দ্বারাই নতুন একটি সমাজ গড়ে উঠে।
ভালো লিখেছেন কবি