যদি এমন হতঃ
শয়তান একদিন আল্লাহর সাথে বচসা করলেনঃ ‘আমি আর কাউকে ধোকা দিবনা তুমি কি করবে? আমি তোমাকে সাত আসমান, সাত জাহান্নাম দান করব।তাহলে এখনই দান কর। না সেটি সম্ভব নয়। কেন? কারন, তুমি আমাকে ধোকা দিচ্ছ।কিভাবে? তুমি যে আমাকে এ কথা বলছ এর সত্যতা কি? এর সত্যতা হলে তুমি ; কারন, তোমার উপর কোন মাবুদ নাই।না আমি সে কথা বিশ্বাস করিনা। কেন? কারন, তুমি কখন কি কর তার কোন ঠিক নাই।তাহলে, তুমি আল্লাহ হলে কি করে? এমন আল্লাহ আমি মানিনা।তাহলে তুমি নিপাত যাও। আমাকে নিপাত দেওয়ার কোন ক্ষমতা তোমার নাই।
সেই থেকে শয়তান যা ইচ্ছা তা করে। সে মানুষ দেখলেই ধোকা দেয় ; বলে আমার কাছে আসি বস্; আমার কাছে না আসলে তোর সব বৃথা যাবে। মানুষ বলে তোকে আমরা বিশ্বাস করিনা, তুই জ্বলে পুড়ে মরবি।শয়তান বলে, আমাকে জ্বালানোর সামর্থ্য কারো নেই। তাহলে তুই কিসের তুই কিসের শয়তান হলি! আমি এমন এক শয়তান যে শয়তানের কারসাজি কোন শয়তানও জানেনা।তাহলে তোকে আমরা বিশ্বাস করিনা; আজ থেকে আমরা যা ইচ্ছা তা করব।
সেই থেকে মানুষ যা ইচ্ছ তা করে? সে মানুষ দেখলেই পাগল বলে।তখন অন্যরা বলে, তুই যদি পাগল না হতি আমি পাগল হতাম কি করে?
সেই থেকে পৃথিবী পাগলে পাগলে ভরা। এখন একজন আরেকজন দেখলে বলে, তুই মরবিনা?তখন আরেকজন বলে, তুই না মরলে আমিও মরবনা!
এখন কথা হল মানুনষের কি মৃত্যু আছে? অবশ্যই আছে। না, থাকলে তো গতকালও তিনজন মরতনা!
কাজেই, আল্লাহ’ বিশ্বাস করতে হবে। যে আল্লাহ’ বিশ্বাস করবেনা সে কি? অবিশ্বাসী। এমন অবিশ্বাসে…. যেন পৃথিবী ভরে না যায়।
আরো পড়ুন-
- ফ্রি ব্লগস্পট টেমপ্লেট
- লেবুর উপকারিতা ও অপকারিতা
- অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী?
- ব্লগ তৈরি করার নিয়ম
- ইউটিউব থেকে আয় করার উপায়
