ইউটিউব থেকে আয়

ইউটিউব থেকে আয় করার উপায়

0

ইউটিউব থেকে আয় করার অনেক রকম উপায় আছে। এই লেখাটিতে আয় করার উপায়সহ ইউটিউব সম্পর্কিত আরো অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে ধারণা দেয়ার চেষ্টা করবো। যেমনঃ কত ভিউতে এড দেখানো যায় , ১০০০ ভিউতে কত টাকা পাওয়া যায়, আয় হালাল কি না, বিকল্প আছে কি না ইত্যাদি।

যেহেতু লেখাটি একটু বড়, তাই আপনি চাইলে যেকোন অংশ আলাদা করে পড়তে পারেন। আশা করা যায়, আপনার অজানা কিছু তথ্য এখানে পেয়ে যাবেন যা ইউটিউবার হিসেবে আপনার কাজে লাগবে।

কত ভিউ, সাবস্ক্রাইবার থাকলে মনিটাইজেশন অন করতে পারবো?

একসময় কোন ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এইসব শর্ত ইউটিউবে ছিল না- এখন আছে। ইউটিউবের লো কোয়ালিটি কন্টেন্টে এড দেখানোর কারণে, গুগলের একটা সময়ে লস হয়। সম্ভবত এই কারণেই এখন এরকম শর্ত আরোপ করেছে।

প্রথমে, ইউটিউব শর্ত দিয়েছিলো ১০০০০ ভিউ থাকলে  Monetize করা যাবে,এরপর নতুন শর্ত আরোপ করে। Account Monetization নামে ইউটিউবের ব্লগে একটি লেখা আছে সেটি পড়ে নেবেন তাহলে এখনকার শর্ত খুব ভালোভাবে বুঝতে পারবেন।  আপনাদের সুবিধার্থে মনিটাইজেশনের শর্ত বলে দিচ্ছি

  • আপনার একাউন্টে বিগত ১২ মাসে ৪০০০ ঘন্টা ভিউ থাকতে হবে
  • কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে

এই দুই শর্ত পূরণ করলেই চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এবং আশা করা যায় পেয়েও যাবেন।

অন্যের নাটক, গান এইগুলো দিয়ে চ্যানেল বানালে পাবেন না। লাইভ ক্রিকেট খেলা দেখানো-এই সব বাদ দিয়ে ইউনিক কিছু নিজে বানান, মাণ খারাপ হলেও যদি লোকে দেখে তাহলে সেটা থেকে আয় করতে পারবেন।

ইউটিউবের টাকা কিভাবে পাব, আমার তো ব্যাংক একাউন্ট নেই?

এইসব চিন্তা আপাতত বাদ দেন। আপনার টাকা গুগোল এডসেন্স এ জমা হলে সেই টাকা তুলতেও পারবেন(রকেটের মাধ্যমেও তোলা যায়)। অনেক পরের ব্যাপার এগুলো। কিভাবে ভিউয়ার বাড়াতে পারেন, Watch Time বাড়াতে পারেন সেটাতে মনঃযোগ দেন। গুগল এডসেন্স এর টাকা বাংলাদেশ থেকে দুইভাবে তোলা যায়-

  • চেকের মাধ্যমে
  • ব্যাংক একাউন্টের মাধ্যমে

যেকোন ব্যাংক একাউন্টে টাকা তোলা যাবে, আর ডাচ বাংলা ব্যংক যেহেতু মোবাইল ব্যংকেই আসল ব্যাংক একাউন্ট দেয় তাই, রকেটেও তোলা যাবে। এটা পড়ুন-  বাংলাদেশে এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি কি? আপনার কাজে আসবে। নতুন কিছু জানার জন্য, তার আগে পুরো লেখাটি পড়ে নিতে পারেন। 

ইউটিউবের ভিডিওতে কেন টাকা দেয়?

এটা কি কখনো ভেবে দেখেছেন। মনে করুন আপনি যেকোন বিষয়ে ভিডিও তৈরি করলেন, প্রচুর লোকজন দেখছে। Associate Adsense Account -এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলকে এডসেন্স এর সাথে যুক্ত করলে আপনার চ্যানেল এড দেখানোর উপযোগী হবে যদি শর্ত(Monetization এর শর্ত) পূরণ করেন। এরপর গুগোলের বিজ্ঞাপন আপনার ভিডিওর মাঝে আর সাইডবারে দেখাবে। আমরা যখন এই এডগুলো দেখি তখন সেই এডে ক্লিক করে পণ্য সম্পর্কে জেনে নেই আর বাজার থেকে সেই পণ্য কিনি। এই কারণেই ওরা গুগোলকে টাকা দেয় ঐ বিজ্ঞাপন দেখানোর জন্য। আপনি একটা অংশ পান গুগোলের কাছ থেকে।

ইউটিউবে ১০০০ ভিউতে কত টাকা  দেয়?

হতাশাজনক হলেও সত্যি- বাংলাদেশের মানুষের ভিউতে কম টাকা এডসেন্সের মাধ্যমে পাওয়া যায়। Youtube Creator বা, বাংলা কনটেন্ট ক্রিয়েটর সবাই কম টাকা পান। এর কারণ বাংলা কনটেন্টে যে বিজ্ঞাপন দেখানো হয়, সেগুলোতে বিজ্ঞাপনদাতারা কম খরচ করে(ওদেরও লাভ কম বলে)। উন্নত দেশের লোকজন যদি আপনার কনটেন্ট দেখে আপনি স্বাভাবিকভাবেই অনেক বেশী টাকা আয় করতে পারবেন।

বাংলাদেশী ইউটিউবাররা গড়ে ১০০০০ ভিউতে ১ ডলার পান, সে হিসেবে ১০০০ ভিউতে ০.১ ডলার পাবেন অর্থাৎ, বাংলাদেশী টাকায় ৮ টাকা(এটা সবসময় একদম ঠিক এরকম ধরে নেয়ার কারণ নেই, তবে ভুল এমনটাও বলা যায় না)।  সেটা বিভিন্ন কারণে কম বা, বেশী হতে পারে। এটা আসলে ভিউয়ের উপর নির্ভর করে না, নির্ভর করে এড দেখানো এবং ভিউয়াররা এডে কতবার ক্লিক করলেন এটার উপর।

যারা বিভিন্ন প্রযুক্তি পণ্যের রিভিউ দেন, তাদের চ্যানেলের ক্ষেত্রে এই টাকাটা অনেক বেশী হয়। সাধারণ বিনোদনমূলক চ্যানেলে RPM কম থাকে, কারণ এগুলোতে বিজ্ঞাপন দেখিয়ে বিজ্ঞাপনদাতারা খুব বেশী সুবিধা পান না। বেশী আয় করতে চাইলে বেশী টাকা আছে এমন কোন অডিয়েন্স গ্রুপের জন্য ভিডিও বানান।

মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব একাউন্ট খুলবো

নিচের ভিডিওটি ফলো করুন, তাহলে মোবাইল দিয়ে সহজেই একাউন্ট খুলতে পারবেন-

ইউটিউব থেকে আয় করা কি হালাল?

এই বিষয়টি নিয়ে বাংলাদেশে ইদানিং অনেক আলোচনা হচ্ছে। কারণ, এডসেন্স এর বিজ্ঞাপন দেখানো হয় দর্শকের আগ্রহের উপর ভিত্তি করে। এডসেন্স এর পলিসি অনুযায়ী যদিও- বেটিং, ক্যাসিনো, হ্যাকিং, এডাল্ট কনটেন্ট ইত্যাদিতে বিজ্ঞাপন দেখানো হয় না।

তারপরেও কিছু এডাল্ট এড দেখানো হয় যা থেকে আয় করাকে ইসলামের দৃষ্টিতে হারাম বলে মনে করা হয়। এটার নিয়ন্ত্রণ পুরোপুরি গুগলের হাতে এবং নির্ভর করে ভিউয়ারের আগ্রহের উপর। যিনি ওয়াজ দেখেন তিনিই যদি পর্ণে আসক্ত হন, সেই দায় ভালো কনটেন্ট তৈরি করেন এমন কোন ইউটিউবারের থাকবে কি না আপনি ভেবে দেখুন।

এর একটি সমাধান আমার জানা আছে, গুগল এডসেন্স এর এড ব্লক করে দেয়া যায়।  কোন কোন সাইটের এড আপনি দেখাতে চান না সেটা নির্দিষ্ট করে দেয়া যায়(ইউটিউবের ক্ষেত্রে না হয়ে শুধু ওয়েবসাইটের ক্ষেত্রেও হতে পারে)। এটা নিয়ে খোজ নিয়ে দেখতে পারেন।  এডসেন্সে Blocking Control নামে একটি অপশন আছে যেখানে নির্দিষ্ট বিজ্ঞাপন ব্লক করে দেয়া যায়। এই অপশনটা ব্যবহার করতে পারেন, আমি মনে করি এই অপশন ব্যবহার করলে তাঁর জন্য ইউটিউব থেকে আয় করা হালাল।

সেরা সমাধান হচ্ছে, এডসেন্স এড দিয়ে চ্যানেল মনিটাইজ না করা। বরং সরাসরি এড দিয়ে চ্যানেল মনিটাইজ করা। যেমনঃ ইসলামিক ভিডিও যারা দেখেন তারা  কোরআন- হাদিসের বই, জায়নামাজ, টুপি, কালোজিরা, মধু, হালাল বিভিন্ন সামগ্রী এগুলো কিনতে আগ্রহী থাকেন। আপনি এইসব কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের স্পন্সরড ভিডিও বানান। ওদের এড ভিডিওতে নিজেই শেয়ার করেন। আশা করা যায় যে, এডসেন্সের চেয়ে বেশী আয় করতে পারবেন।

ইউটিউবের বিকল্প ভিডিও শেয়ারিং সাইট

ইউটিউবের বিকল্প

আমরা সবাই ইউটিউবের ভিডিও শেয়ারিং এবং দেখার পদ্ধতির সাথে পরিচিত। এই সাইটটি এতটাই জনপ্রিয় যে, অন্য ভিডিও শেয়ারিং সাইটগুলোর কথা আমাদের চিন্তাতে আসে না। আপনাদেরকে আরো কিছু সাইট সম্পর্কে জানাচ্ছি যেগুলো ইউটিউবের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে পারে নি, তবে কিছু কিছু দেশে তাদের অল্প হলেও জনপ্রিয়তা আছে-

১. ডেইলিমোশনঃ এটি ইউটিউবের ১ নম্বর বিকল্প যা যোজন যোজন পেছনে পড়ে আছে। ক্রিয়েটর হিসেবে এখানে ৪ জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন। এখানেও মনিটাইজেশনের পদ্ধতি আছে, এন টি ভি সহ আরো কিছু বাংলা চ্যানেল খুযে পাবেন এখানে।

  • কপিরাইট আর কমিউনিটি গাইডলাইন এখানেও আছে, খুব কড়া না
  • ইউটিউবের মতো ভিডিও দেখা যায়
  • সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পাবেন

যারা ইংরেজী কনটেন্ট তৈরি করেন তারা ডেইলিমোশনে আপলোড করে দিতে পারেন, এখানেও মনিটাইজ করা যায়।

২. ফেসবুকঃ ফেসবুক এখন বেশ আটঘাট বেধে ব্যবসায় নেমে পড়েছে। ইউটিউব ক্রিয়েটর স্টুডিও এর মতো ফেসবুকেরও ভিডিও ক্রিয়েটর স্টুডিও আছে। কমিউনিটি গাইডলাইন, কপিরাইট গাইডলাইন এগুলোও আছে। ফেসবুক থেকে মাসে ৬০০০০ ডলার আয় করেন এমন ভিডিও ক্রিয়েটরও আছেন

  • ফেসবুকে অটো প্লে থাকায়, ফেসবুক ওয়াচে ভিউ টাইম বেশী হয়
  • বাংলাদেশেও ফেসবুকে ভিডিও ক্রিয়েটরেরা আয় করছেন
  • ইউটিউবের চেয়ে আয় কম হয়, কম্পিটিশনও কম

আমার মতে ডেইলিমোশন এর চেয়ে ফেসবুক অনেক ভালো একটি বিকল্প হতে পারে।

৩. ভিমিওঃ এটি মূলত মিউজিক যারা করেন তাদের, আর সিনেমা নির্মেতাদের প্ল্যাটফর্ম। ভিডিও হোস্টিং এর জন্য অসাধারণ একটি ওয়েবসাইট। এই সাইটের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে। 

  • ইউটিউবের বিকল্প হিসেবে বাংলাদেশে এটি বেমানান
  • নিয়মের অনেক কড়াকড়ি আছে
  • ভিডিও দেখার জন্য খুব ভালো সাইট

বাংলাদেশে জনপ্রিয়তা কম থাকলেও এই সাইটকে ইউটিউবের বিকল্প হিসেবে ধরে নেয়া যায়।

৪. মেটাক্যাফেঃ এই সাইটের বিশেষত্ব হচ্ছে এটি ইউটিউবের জন্মের আগে থেকেই আছে। ২০০৩ সালে এই সাইটটি যাত্রা শুরু করে। এদের ৪০ মিলিয়ন ভিউয়ার আছে। 

  • ছোট ছোট ভিডিও এর জন্য পরিচিত
  • ভিডিও ক্লিপের জন্য ভালো, বড় ভিডিও এর জন্য নয়
  • মেটাক্যাফে এই ইন্ডাস্ট্রীতে ইউটিউবের চেয়ে বড়(বয়সে)

ইউটিউবের বিকল্প সাইট হিসেবে মেটাক্যাফেকে বিবেচনা করতে পারেন।

৫. ডিটিউবঃ এখানকার ভিডিও এবং ভিডিও কমেন্ট থেকে টাকা আয় করা যায়। ইউটিউব থেকে আয় যারা করছেন তারা এই সাইটটিও ব্যবহারের কথা বিবেচনা করতে পারেন।

  • এখানে ক্রিপ্টোকারেন্সিতে আয় করা যায়, ভার্চুয়াল কারেন্সি অবশ্য বাংলাদেশে নিষিদ্ধ
  • ভিডিও সেভ করে পরে দেখা যায়
  • এমনিতেই মনিটাইজেশন পাওয়া যায়

যেহেতু এই সাইটে জটিল কোন নীতিমালা নেই, তাই অনেকেই হয়তো এই সাইটটিকে পছন্দ করবেন।

ইউটিউব থেকে আয় করার জন্য জানা দরকার-

কিছু গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ করি, অনুসরণ করলে উপকার পাবেন

  • একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন, একাধিক হলে ভালো ভিউ পাবেন না
  • নিজের যা ভালো লাগে না, তা নিয়ে ভিডিও তৈরি করবেন না। ভালো লাগার বিষয় হলে কোন রিটার্ন না পেলেও অনেকদিন চালিয়ে যেতে পারবেন।
  • সাবস্ক্রাইবার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, মানুষের ভালো লাগলে ১০০০ সাবস্ক্রাইবার এমনিতেই হবে
  • ভিউ নিয়েও চিন্তার দরকার নাই, কনটেন্টের মাণ আর, ভিউ ডিউরেশন নিয়ে ভাবুন

বাংলা ইউটিউব চ্যানেলে খুব কম টাকা পেলেও ভালো মাণের ভিডিওতে প্রচুর ভিউ হয়। একটা কাজ করতে পারেন ইউটিউব CPC এবং ভিউ বাড়ানোর জন্য, একটু কিওয়ার্ড রিসার্চ করে নিন– বাংলা ব্লগের জন্য কিওয়ার্ড রিসার্চ পদ্ধতি এই লেখাটি পড়তে পারেন, এটি মূলত ব্লগের জন্য, তবে ইউটিউবেও এটা কাজে দেবে।

সার্চ থেকে আসা ভিজিটরেরা ইউটিউবের ভিডিও বেশী সময় দেখে, তাই এইসব কিওয়ার্ডের ব্যবহার চ্যানেলের রিচ বাড়াবে। ইংরেজী টাইটেল আর Description দিলেও সিপিসি বাড়ার সম্ভাবনা আছে, কারণ বিজ্ঞাপনদাতারা অনেক সময় ইংরেজী কিওয়ার্ড দেখে বিড করেন।

ইউটিউবিং এ আপনার সাফল্য কামনা করছি।

 

আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

admin

Author: admin

বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

টাকা ছাড়াই শুরু করুন ড্রপসার্ভিসিং এর ব্যবসায়

আপনারা অনেকেই অনলাইন ফ্রিলান্সিং ও রিমোট জবসের ব্যাপারে জানেন। কিন্তু আপনারা কি উক্ত বিষয় নিয়ে কোনো ব্যবসায়  প্রতিষ্ঠা করতে চেষ্টা
বিউটি টিপস ২০২৩

মেয়েদের সেরা ৫টি ঘরোয়া বিউটি টিপস

সুন্দর, উজ্বল ও ফ্রেশ ত্বক সব মানুষের প্রথম পছন্দ। ত্বক সুন্দর থাকলে কোনরকম প্রসাধনীর ব্যবহার ছাড়াই আপনাকে দেখাবে অনেক আকর্ষণীয়।আজ

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা ভাবুন তো, আপনার দিন কেমন যাচ্ছে? আমি যখন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি, তখন
ফোনের ব্যবহার 1

মোবাইল ফোনের ব্যবহার | মোবাইল ফোনের বৈশিষ্ট্য

সকালে মোবাইল ফোনের এলার্ম দ্বারা ঘুম ভাঙা থেকে শুরু করে, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে এলার্ম সেট করা পর্যন্ত পুরোটা

Leave a Reply