0
আহ্বান
মোমিনুল হক
হে আত্মা! জাগ্রত হও তোমার প্রভুর আহ্বানে,
তোমায় যে দিতে হবে হিসাব হাশরের ময়দানে।
কেন তুমি বারবার হও গাফেল স্বীয় প্রভুর স্মরণে?
কে দিল বাঁধা তোমায় নবী মোহাম্মদের অনুসরণে?
তোমায় কেন করবে গ্রাস জাগতিক পাপের রেশ?
এখনি যদি হয় রঙিন জীবনের সব সময় নিঃশেষ!
আত্মগোপনে আকাশ-পাতালে যেখানেই তুমি রও,
হে আত্মা! স্রষ্টার আহ্বানে সাড়া দিয়ে পবিত্র হও।
আরো পড়ুন-
- ইউটিউব অটো সাবস্ক্রাইবার আসলে কতটা কার্যকরী?
- অ্যাপ থেকে আয়
- গুগল এডসেন্স পাওয়ার উপায়
- চুলের জন্য রসুন
- ইউটিলিটি সফটওয়্যার
0