0
প্রেমের বাঁধন
আফছানা খানম অথৈ
দুজনের মুখোমুখি দর্শন
চোখে চোখ মায়াবী চাহনি,
সে কী! ভালো লাগা
ভুলতে পারলো না ক্ষণিকের মোহ।
পরিচয় থেকে ভালোলাগা
তারপর গভীর ভাবে ভালোবাসা,
প্রেমের বাঁধনে জড়াল দুজন
বাঁচা মরার শফথ করলো।
জানতে পারলো বাবা
জরূরী ফরমান জারি করলেন,
ভুলে যাও রাস্তার ছেলেকে
নচেৎ তার গর্দান যাবে।
মানলো না শাসন বারণ
পালিয়ে গেল দুজন,
খুঁজে আনলেন বাবা
বন্দি করলেন মেয়েকে।
গোপনে দেখা করল সাগর
গুলি করলেন বাবা,
রক্তাক্ত করে রাস্তায়
ফেলে দিলো তাকে।
তবুও পারলোনা পেরাতে
প্রিয়া ছুটে আসল সাগরের কাছে,
বিবাহবন্ধনে আবদ্ধ হলো দুজন
ততক্ষণে বাবা এসে হাজির।
বন্ধুক তাক করলেন মারতে সাগরকে
বুক পেতে দিলো প্রিয়া
পরাজিত হলো বাবা
জয়ী হলো তাদের প্রেমের বাঁধন।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম

0