কবিতা প্রেমের বাঁধন আফছানা খানম অথৈ

play icon Listen to this article
0

প্রেমের বাঁধন

আফছানা খানম অথৈ

দুজনের মুখোমুখি দর্শন
চোখে চোখ মায়াবী চাহনি,
সে কী! ভালো লাগা
ভুলতে পারলো না ক্ষণিকের মোহ।

পরিচয় থেকে ভালোলাগা
তারপর গভীর ভাবে ভালোবাসা,
প্রেমের বাঁধনে জড়াল দুজন
বাঁচা মরার শফথ করলো।

জানতে পারলো বাবা
জরূরী ফরমান জারি করলেন,
ভুলে যাও রাস্তার ছেলেকে
নচেৎ তার গর্দান যাবে।

মানলো না শাসন বারণ
পালিয়ে গেল দুজন,
খুঁজে আনলেন বাবা
বন্দি করলেন মেয়েকে।

গোপনে দেখা করল সাগর
গুলি করলেন বাবা,
রক্তাক্ত করে রাস্তায়
ফেলে দিলো তাকে।

তবুও পারলোনা পেরাতে
প্রিয়া ছুটে আসল সাগরের কাছে,
বিবাহবন্ধনে আবদ্ধ হলো দুজন
ততক্ষণে বাবা এসে হাজির।

বন্ধুক তাক করলেন মারতে সাগরকে
বুক পেতে দিলো প্রিয়া
পরাজিত হলো বাবা
জয়ী হলো তাদের প্রেমের বাঁধন।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

কবিতা শেখ রাসেল আফছানা খানম অথৈ

শেখ রাসেল আফছানা খানম অথৈ রাসেল সোনা চাঁদের কনা সবার চোখের মনি, হেসে খেলে সবার সাথে করতো দুষ্টামি। বাবা যখন

Leave a Reply