0
কবিতা
বন্দিনি
আফছানা খানম অথৈ
সোনার থালায় জন্ম আমার
রুপার থালায় বাস,
কর্মদোষে জেলখানায়
হলো আমার বাস।
আমি নারী পাপী তাপি
পেলাম না মাফ,
অসৎ উপায় অবলম্বনে
হলো কারাবাস।
অতি লোভে তাতি নষ্ট
জীবন নষ্ট টাকায়,
এ কথাটি সদা সত্য
হলো তার প্রমাণ।
টাকার লোভে সেবার নামে
করলাম দুর্নীতি,
পরীক্ষা ছাড়া বের করলাম
করোনা পজেটিভ সিভি।
খবর পেয়ে ছুটে আসেন
পুলিশ সুপারের দল
সকল তথ্য সত্য পেয়ে
পরান হাতে হ্যান্ডক্যাপ।
তিন বছর জেল খাটলাম
হলাম বন্দিনি আসামী
ডাল ভাত খেয়ে পার করলাম
বন্দিনি জীবনখানি।
অনুভব করলাম দু:খ কষ্ট
পার করলাম কত নির্ঘুম রাত,
শফথ করলাম করবো না
আর কোন পাপ।
সদা সত্য মানুষের সেবা
করবো আজীবন,
বেঁচে থাকা অবধি জীবনে
করবো না দুর্নীতির মতো পাপ।
0