0
মা তুমি কেমন আছ
আফছানা খানম অথৈ
মা তুমি কেমন আছ?
কতো দিন দেখি না তোমায়,
তোমার কথা মনে হলে
স্থির থাকতে পারি না,
চোখের কোনে জল এসে যায়।
শত ব্যস্ততার মাঝেও
মনে পড়ে তোমাকে,
তোমার মায়াময় মুখটা
এক পলক দেখার জন্য
মনটা ছটপট করে,
ইচ্ছে করে ছুটে আসি
তোমার আঁচল তলে।
তোমার কোলে মাথা রেখে
ঘুমোতে ইচ্ছে করে,
ইচ্ছে করে সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিয়ে তোমার কাছে আসি।
কিন্তু পারি না,কারণ মেয়েরা অসহায়
স্বামীর গন্ডিবদ্ধ সীমানায় আবদ্ধ
যখন তখন যাওয়া নিষিদ্ধ।
মা তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে
বলো না কবে আসবে দেখতে?
তোমার মায়াময় মুখটা,
বারবার ভাসছে চোখের মনিকোঠায়
ভুলতে পারবো না কখনো তোমায়।

0