কবিতা মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ

0

মা তুমি কেমন আছ

আফছানা খানম অথৈ

মা তুমি কেমন আছ?
কতো দিন দেখি না তোমায়,
তোমার কথা মনে হলে
স্থির থাকতে পারি না,
চোখের কোনে জল এসে যায়।
শত ব্যস্ততার মাঝেও
মনে পড়ে তোমাকে,
তোমার মায়াময় মুখটা
এক পলক দেখার জন্য
মনটা ছটপট করে,
ইচ্ছে করে ছুটে আসি
তোমার আঁচল তলে।
তোমার কোলে মাথা রেখে
ঘুমোতে ইচ্ছে করে,
ইচ্ছে করে সাত সমুদ্র তেরো নদী
পাড়ি দিয়ে তোমার কাছে আসি।
কিন্তু পারি না,কারণ মেয়েরা অসহায়
স্বামীর গন্ডিবদ্ধ সীমানায় আবদ্ধ
যখন তখন যাওয়া নিষিদ্ধ।
মা তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে
বলো না কবে আসবে দেখতে?
তোমার মায়াময় মুখটা,
বারবার ভাসছে চোখের মনিকোঠায়
ভুলতে পারবো না কখনো তোমায়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

Leave a Reply