0
খোলা জানালা
- ভাস্কর পাল
স্তব্ধ দুপুরের রৌদ্র মাখা দিনে,
চমকিত সূর্যের আলো-
খেলা করে আমার জানালা পানে।
আমার টেবিলে রাখা
কত গুচ্ছ গুচ্ছ খাতা-
আর পরে থাকা সেই খোলা কলম।
ঘরের কোণে রাখা চেয়ারে,
আমি বসে একলা ঘরেতে-
চাতকের মতো চেয়ে জানালা পানে।
বসন্তের সেই স্তব্ধ দুপুর
চেতনা জাগায়-
আমার উন্মাদিত মনে।।
আরো পড়ুন-
- সেরা ১০ টি বাংলা পত্রিকা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা
- চিনির উপকারিতা
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন
- পুকুর শব্দের অর্থ কি?

0