0
প্রকৃতি দিয়ে ছটফট আমার বাহিরে, উঠছে সূর্যের মাধুর্য বিভোরে। বৃষ্টির দুলে মন দুঃখিত হয়ে, গরমের কাব্য কবিতা চলে আসে।
জ্বলজ্বলে মাঠে পড়ে বিকেলের শুরু, পাতা নাচানো শিমুলের তরু। সবুজের ছায়ায় শিশিরে মলয়ে, গরমকালের সুর সাদা আলো ছায়ে।
পাখিরা গান গায় মুখে আবেগ, আঁধার ছায়ায় প্রেম বেগে। ঝড়ে বাতাসে হয় চঞ্চল নাচ, গরমের মাঝে সুখের আলো পাচ।
মেঘলা আবৃত আকাশ বাজারে, সূর্যের গর্জনে কুকিলের শুরে। তাপন স্পর্শে আগুন জ্বলে, গরমকালের মাধুর্য পুরাণ বলে।
আমার গরমকালে আমি তোমায় পাই, চঞ্চল বাতাসে দুঃখ ভোলাই। সূর্যের স্নেহে মন জুড়ে ধরি, গরমকালের মাধুর্যে সুখ পাই।
আরো পড়ুন-
- বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে?
- হুমায়ুন আহমেদের সেরা ১০ টি বই
- টাকা ইনকাম করার গেম
- ডেভিড কপারফিল্ড ‘গল্পের পাঠ-পরিচিতি
- অয়ন নামের অর্থ কি?

0
বাহ, মুগ্ধকর লেখা।