গরমকাল

0

প্রকৃতি দিয়ে ছটফট আমার বাহিরে, উঠছে সূর্যের মাধুর্য বিভোরে। বৃষ্টির দুলে মন দুঃখিত হয়ে, গরমের কাব্য কবিতা চলে আসে।

জ্বলজ্বলে মাঠে পড়ে বিকেলের শুরু, পাতা নাচানো শিমুলের তরু। সবুজের ছায়ায় শিশিরে মলয়ে, গরমকালের সুর সাদা আলো ছায়ে।

পাখিরা গান গায় মুখে আবেগ, আঁধার ছায়ায় প্রেম বেগে। ঝড়ে বাতাসে হয় চঞ্চল নাচ, গরমের মাঝে সুখের আলো পাচ।

মেঘলা আবৃত আকাশ বাজারে, সূর্যের গর্জনে কুকিলের শুরে। তাপন স্পর্শে আগুন জ্বলে, গরমকালের মাধুর্য পুরাণ বলে।

আমার গরমকালে আমি তোমায় পাই, চঞ্চল বাতাসে দুঃখ ভোলাই। সূর্যের স্নেহে মন জুড়ে ধরি, গরমকালের মাধুর্যে সুখ পাই।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Nurul Islam

Author: Nurul Islam

নাম:নুরুল ইসলাম পিতা:নূর খান মাতা:সুফিরা বেগম থানা:রামগঞ্জ জেলা: লক্ষীপুর চট্টগ্রাম, বাংলাদেশ নাম্বার :০১৫৭৬৬৯৯৮০৪

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

One Reply to “গরমকাল”

Leave a Reply