0
ছবি কিছু আঁকছি
লুবাব হাসান সাফওয়ান
আমি নেই কাহারো
ভালো কিবা মন্দে
আমি থাকি আমাতেই
এলোমেলো ছন্দে।
ভাবনার সাগরে
ডুবে রই রাতদিন
স্নানহীন কেটে যায়
প্রায়শই সাত দিন!
বকা-ঝকা খাই রোজ
এই যেন খাদ্য!
চুপচাপ সয়ে যাই
যতটুকু সাধ্য!
কোলাহলপ্রিয় নই
নিভৃতে থাকছি
সাতরঙ্গ মিশিয়ে
ছবি কিছু আঁকছি।
আরো পড়ুন-
- অনলাইন কোর্স করার ওয়েবসাইট কোনটি?
- বেলের উপকারিতা
- হুমায়ুন আহমেদের সেরা ১০ উপন্যাস
- এডসেন্স থেকে টাকা তোলার পদ্ধতি
- ধর্ম বিষয়ক ওয়েবসাইট লিস্ট

0