জহির রায়হানের জীবনি

1

ফেণী শহরের মধ্যে  বিখ্যাত লেখক ও চলচ্চিত্রকার হলেন জহির রায়হান। জহির রায়হান ১৯৩৫ খ্রিষ্টাব্দে ফেণী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রী নিয়ে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। ছোট গল্প এবং উপন্যাস লিখে জহির রায়হান খ্যাতি লাভ করেছেন।

“হাজার বছর ধরে “, ” আরেক ফাল্গুন”,”বরফ গলা নদী “হচ্ছে তার উল্লেখ যোগ্য উপন্যাস। তার একমাত্র গল্প গ্রন্থ ” সূর্য গ্রহণ “।চলচ্চিত্রকার হিসেবে ও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

” জীবন থেকে নেয়া”,”কাচের দেয়াল “জহির রায়হানের উল্লেখ যোগ্য চলচ্চিত্র। এছাড়া ও বাংলা দেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ” Stop Genocide ” এবং “Birth of a Nation” তার অবিস্মরণীয় সৃষ্টি।

আমাদের এ-ই অসামান্য কবি এবং চলচ্চিত্রকার জহির রায়হান মুক্তিযুদ্ধের সময় শহিদ বড়ো ভাই শহীদুল্লা কায়সার কে খুঁজতে গিয়ে তিনি ১৯৭২ খ্রিস্টাব্দে নিখোঁজ হন এবং পরে আর সন্ধান পাওয়া যায় নি এখনো।

 


আরো দেখুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। প্রাপ্তি স্থান : মিতা বুক সেন্টার নীলক্ষেত ঢাকা। শাহানা প্রকাশনীর লাইব্রেরি, নীলক্ষেত,

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

One Reply to “জহির রায়হানের জীবনি”

Leave a Reply