ফেণী শহরের মধ্যে বিখ্যাত লেখক ও চলচ্চিত্রকার হলেন জহির রায়হান। জহির রায়হান ১৯৩৫ খ্রিষ্টাব্দে ফেণী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রী নিয়ে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। ছোট গল্প এবং উপন্যাস লিখে জহির রায়হান খ্যাতি লাভ করেছেন।
“হাজার বছর ধরে “, ” আরেক ফাল্গুন”,”বরফ গলা নদী “হচ্ছে তার উল্লেখ যোগ্য উপন্যাস। তার একমাত্র গল্প গ্রন্থ ” সূর্য গ্রহণ “।চলচ্চিত্রকার হিসেবে ও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
” জীবন থেকে নেয়া”,”কাচের দেয়াল “জহির রায়হানের উল্লেখ যোগ্য চলচ্চিত্র। এছাড়া ও বাংলা দেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ” Stop Genocide ” এবং “Birth of a Nation” তার অবিস্মরণীয় সৃষ্টি।
আমাদের এ-ই অসামান্য কবি এবং চলচ্চিত্রকার জহির রায়হান মুক্তিযুদ্ধের সময় শহিদ বড়ো ভাই শহীদুল্লা কায়সার কে খুঁজতে গিয়ে তিনি ১৯৭২ খ্রিস্টাব্দে নিখোঁজ হন এবং পরে আর সন্ধান পাওয়া যায় নি এখনো।
আরো দেখুন-
- প্রবন্ধ কিভাবে লিখতে হয়
- শর্করা জাতীয় খাবার বেশি খেলে কি হয়
- সেলিনা হোসেন এর জীবনী
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- বাংলা সাহিত্যের পঞ্চকবি

প্রিয় একজন লেখক