0
“তুমি হাস, বার বার হাস, খাইতে বসলে হাস, শুইতে গেলে হাস, তোমার এ হাসির যেন শেষ না হয়” ” হ্যাঁ, হ্যাঁ আমি হাসব, চিরদিন হাসব, তোমার মনের মত করে হাসব, তুমি যেমনভাবে চাইবে তেমনভাবে হাসব, এমন হাসি হাসব যে তুমি কল্পনাও করতে পারবেনা।” “তোমার এ হাসির জন্যইতো আমি অপেক্ষা করি। ” “এখনতো হাসলাম এখনতো মন জুড়াল? “হ্যাঁ, হ্যাঁ জুড়িয়েছে ; এমন জুড়িয়েছে যে কোনদিন তা এমন জুড়ায়নি। তাহলে আজ থেকে সারাক্ষণ শুধু সে মন জুড়াতেই থাকবে। তাইতো তুমি আমার মনের মহারানী।
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে
0