0
দ্বন্দ্ব
- ভাস্কর পাল
গোপনে বেঁধেছে শ্রুতি, অদ্ভুততর অনুভূতি
সহস্র চিন্তিত দিবা-নিশি
আঁধারের পথে পথ নেমে আসে
অজস্র মানুষের মাঝে মানবীর বেশে।
শেষ হয়ে আসা শব্দ গুলো
গোপনে হয় এলোমেলো
মনের সাথে মনের আজ
চলিছে প্রবল দ্বন্দ্ব।।
জীবনের সুক্ষতা হৃদয়ের পিপাসা
অন্তরালে চলিছে বেদনার ঝঞ্ঝা
কেবলই চলিছে কেবলই চলিবে
বাস্তবতার সাথে হৃদয়ের দ্বন্দ্বতা।
মিটিবে কেমনে এ শঙ্কা
রোধিবে কেমনে এ দ্বন্দ্বতা-
চলিবে চলতে দাও
বাস্তবতার বুকে পথ হারাও।।
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- গণতন্ত্রের ইতিহাস ও প্রকৃতি
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন পদ্ধতি
- অনলাইনে পড়াশোনা

0