0
মুজিব কন্যা কঠিন সাহস
ধারণ করে বুকে,
পদ্মার বুকে সেতু গড়ার
প্রত্যয় যেনো মুখে।
দৃঢ়চিত্তে….. মুজিব কন্যা
পদ্মার সাক্ষর করে,
সকল বাঁধা ডিঙিয়ে আজ
পদ্মা সেতু গড়ে।
বিশ্বের সেরা শ্রেষ্ঠ নির্মাণ
পদ্মা সেতু তবে,
পদ্মার মোড়ক পঁচিশে জুন
উন্মোচন যে হবে।
পদ্মা সেতুর উপর আজকে
রঙিন আলো জ্বলে,
পদ্মা সেতুর নির্মাণকাজ যে
মুজিব কন্যার ফলে।
বাঙালি আজ গৌরব করে
পদ্মা সেতুর জন্য,
এমন সেতু গড়তে পেরে
মুজিব কন্যা ধন্য।
পদ্মার বুকে সেতু গড়তে
কতই বাঁধা আসে,
সেতু গড়ার প্রবল ইচ্ছা
তারই চোখে ভাসে।
স্বপ্নের পদ্মা সেতু আজকে
সুনাম রটে বিশ্বে,
পদ্মার বুকে এমন নির্মাণ
বিশ্বে রবে শীর্ষে।।
আরো দেখুন-
- নতুন মোবাইল ঘড়ির দাম
- প্রবন্ধ লেখার নিয়ম
- শর্করা জাতীয় খাবার
- অনলাইনে বই কেনার ওয়েবসাইট
- ক্রিকেটে আউট কত প্রকার?
0