গতকালও বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়নি শুধু গত শনিবার। শনিবার যদি বৃষ্টি হত তাহলে কি হত? নিশ্চয়ই পৃথিবী অন্ধকারে ডুবে যেত।এ অন্ধকার থেকে আমাদের মুক্ত করত কে?কাজেই আমরা যেন অন্ধকার থেকে মুক্তি পাই তার জন্য বিধাতার কাছে প্রার্থনা করবঃ হে আল্লাহ তোমার উপর কেহ নেই, তুমি যে ঈশ্বরের ঈশ্বর, মালিকের মালিক, সাঁই এর সাঁই ; কাজেই তুমি আমাদের সকল অন্ধকার হতে রক্ষা কর।তুমি যদি রক্ষা না কর কে করবে? তুমি যে আমাদের একমাত্র ভরসা।আমরা যেখানেই যাই তোমাকে স্মরণ করি ; তুমি আমাদের স্মরণ না করে থেকোনা; তুমি যদি আমাদের স্মরণ না কর আমরা কোথায় যাব? তুমি আমাদের এক মুহূর্তের জন্যও ভুলনা।তুমি যদি আমাদের এক মুহূর্তের জন্যও ভুলে যাও আমাদের হাজার মুহূর্তের ভুল হয়ে যাবে।তুমি এক ও অদ্বিতীয়- তোমার এ নামের মর্যাদা তুমি রাখ।তুমি যদি তোমার নিজের নামের মর্যাদা না রাখ কে তোমার সে নামের মর্যাদা রাখবে।কাজেই তুমি এখন থেকে শুধু নিজের উপর কর্ণপাত কর; নিজের উপর কর্ণপাত না করলে যে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবে।
ইয়া মাবুদ, রহমাতুল্লিল আলামীন, তোমার কোন তুলনা নাই
আরো পড়ুন-
- বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে?
- হুমায়ুন আহমেদের সেরা ১০ টি বই
- টাকা ইনকাম করার গেম
- ডেভিড কপারফিল্ড ‘গল্পের পাঠ-পরিচিতি
- অয়ন নামের অর্থ কি?

আপনার কি মাথায় সমস্যা আছে?
কেন এ কথা বলছেন?
এইসব কী ছাইপাস লিখেছেন? আপনার লেখা দেখে মনে হচ্ছে যা ইচ্ছা তাই লিখে দিলেই লেখা হয়ে যায়??
তো আপনি লেখেন!আপনার লেখা পড়ে কিনা দেখেন!