প্রিয়

play icon Listen to this article
1

এই শহরে আমার অভিমান করা বারণ,,,

অভিমান-ই প্রিয়’র সাথে সকল অশান্তির কারণ।

ভুল করিলে মাথায় তুলিয়া লইব প্রিয়’র চরণ,,,

শ্রদ্ধা-ভক্তির সাথে সবসময় করিব তোমায় স্মরণ।

প্রিয় ছাড়া অন্য কেউ পারিবে না করিতে আমায় হরণ,,,

সারাজীবন ভালবেসে যাব আসে ও যদি মরণ।

তুমি ছাড়া অন্য কারো শহরে করিব না গমন,,,,

শুধু তোমাকই চাইব আমি আজীবন।

 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Afroza Akter

Author: Afroza Akter

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

বাবা- ৭ (বিবিধ কবিতা)

বাবার কথা ফেলতে নেই, বাবার কথা ফেললে অমঙ্গল হয়।আজ আমি বাবার একটি কথা ফেললাম, আজ আমার জীবনে অন্ধকার নেমে এসেছে।বাবা

ফুল – ৮

এই যে দেখ ফুল সে হাসছে আর হাসছে। হাসছে আর বলছে, "তুমি কবে আমার হবে, তুমি কবে আমার হবে?"  আসলে