প্রিয়

1

এই শহরে আমার অভিমান করা বারণ,,,

অভিমান-ই প্রিয়’র সাথে সকল অশান্তির কারণ।

ভুল করিলে মাথায় তুলিয়া লইব প্রিয়’র চরণ,,,

শ্রদ্ধা-ভক্তির সাথে সবসময় করিব তোমায় স্মরণ।

প্রিয় ছাড়া অন্য কেউ পারিবে না করিতে আমায় হরণ,,,

সারাজীবন ভালবেসে যাব আসে ও যদি মরণ।

তুমি ছাড়া অন্য কারো শহরে করিব না গমন,,,,

শুধু তোমাকই চাইব আমি আজীবন।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Afroza

Author: Afroza

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে