0
বন্দি পাখি
- ভাস্কর পাল
সেই যে এক ছোট্ট খাঁচা
জানালার ভেতর জগৎ গাঁথা,
সেই খাঁচাতে বন্দি আমি
নিজের দেশে একাই দামী।
ভোরের বেলায় সূর্যি দেখে
আমারো মনেতে বাসনা জাগে,
আমিও ডাকবো খোলা গলায়
যেই ভাবে সব পাখিরা ডাকে।
ডাকতে নেই যে কোনো বাধা
তবু স্বরটা গলায় গাঁথা-
ভাগ্যটাকে মানিয়ে নিয়ে
বন্দি আমি ছোট্ট ঘরে।
হাতে নেই মোর শিকল-তলা
হাতে নেই মোর হাতকড়া,
তবুও আমি বন্দি পাখি-
আমার আকাশে নেই গ্রহ-তারা।
প্রাণটা মোর খাঁচায় বন্দি
বদ্ধ খাঁচার একলা সঙ্গী,
যেদিন হবে ছিন্ন খাঁচা
স্তব্ধ হবে সব কামনা।।
আরো পড়ুন-
- অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা বই
- বেলের উপকারিতা
- প্রবন্ধ লেখার নিয়ম
- ১৫০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ফোন
- অনলাইনে কেনাকাটার সুবিধা

0