0
মুসকান” ছিলো হিজাব পরা
প্রতিবাদী ….নারী,
আল্লা- আকবর ধ্বনির জোরে
বিশ্ব করলো ভারী।
জয়-শ্রীরামের আওয়াজ দিয়ে
উঠলো ওরা ক্ষেপে,
ওই সাহসী ….নারীর গর্জন
বিশ্ব উঠলো কেঁপে।
মুসলিম নারীর হিজাব খুলতে
এলো একলা পেয়ে।
উন্মাদ উল্লাস করলো সবাই
জয়-শ্রীরাম যে গেয়ে।
অন্যায় রুখতে মুসলিম নারী
গর্জন ধ্বনি দিলো,
মানুষ রূপে …….দানব গুলো
মুখ গুটিয়ে নিলো।
মুসলিম জাতির হিজাব পর্দা
ফরজ বিধান জানো,
সভ্য সমাজ…. গড়তে হলে
পর্দার বিধান মানো।
নারীর ভূষণ চায় যে খুলতে
নয়তো…. সভ্য তারা,
ওরাই হলো কুলটা নারীর
বীজ বপনের চারা।
ওদের কর্মের… হীনম্মন্যতায়
সমাজ হচ্ছে ধ্বংস,
ধিক্কার জানায় উৎখাত করে
বিনাশ করি বংশ।
আরো পড়ুন-

0