বাঘিনী কন্যা

0

মুসকান” ছিলো হিজাব পরা
প্রতিবাদী ….নারী,
আল্লা- আকবর ধ্বনির জোরে
বিশ্ব করলো ভারী।

জয়-শ্রীরামের আওয়াজ দিয়ে
উঠলো ওরা ক্ষেপে,
ওই সাহসী ….নারীর গর্জন
বিশ্ব উঠলো কেঁপে।

মুসলিম নারীর হিজাব খুলতে
এলো একলা পেয়ে।
উন্মাদ উল্লাস করলো সবাই
জয়-শ্রীরাম যে গেয়ে।

অন্যায় রুখতে মুসলিম নারী
গর্জন ধ্বনি দিলো,
মানুষ রূপে …….দানব গুলো
মুখ গুটিয়ে নিলো।

মুসলিম জাতির হিজাব পর্দা
ফরজ বিধান জানো,
সভ্য সমাজ…. গড়তে হলে
পর্দার বিধান মানো।

নারীর ভূষণ চায় যে খুলতে
নয়তো…. সভ্য তারা,
ওরাই হলো কুলটা নারীর
বীজ বপনের চারা।

ওদের কর্মের… হীনম্মন্যতায়
সমাজ হচ্ছে ধ্বংস,
ধিক্কার জানায় উৎখাত করে
বিনাশ করি বংশ।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

Leave a Reply