0
আবার যদি তাকে দেখি আমি কি বলব? তোমাকে ছাড়া আমি বাঁচবনা, তুমি যদি আমার না হও আমি মরে যাব। যদি সে তোমার না হয়? আমি সত্যিই সত্যিই মরে যাব। সে মরন কেমন মরন হবে? এমন মরন যে মরন কেউ মরেনা। সে মরন মরে তুমি কি পাবে? এমন কিছু পাব যা কেউ পায়নি। তাহলে তুমি সে মরন মরতে চাও? হ্যাঁ।তাহলে তুমি এক্ষুনি মরে যাও।মরতে যদি ভাল না লাগে আমার কাছে এসো, আমি তোমাকে নতুন বুদ্ধি শিখিয়ে দেব, সে মরন মরে তুমি স্বর্গের দেবতা’ পাবে।স্বর্গের দেবতা যদি না পাও আমাকে বোলো আমি স্বর্গের দেবতা এনে হাজির করে দেব।
আরো পড়ুন-
0