মরণ -৫ ( প্রেমের কবিতা)

0

আবার যদি তাকে দেখি আমি কি বলব? তোমাকে ছাড়া আমি বাঁচবনা, তুমি যদি আমার না হও আমি মরে যাব। যদি সে তোমার না হয়? আমি সত্যিই সত্যিই মরে যাব। সে মরন কেমন মরন হবে?  এমন মরন যে মরন কেউ মরেনা। সে মরন মরে  তুমি কি পাবে?  এমন কিছু পাব যা কেউ পায়নি। তাহলে তুমি সে মরন মরতে চাও? হ্যাঁ।তাহলে তুমি এক্ষুনি মরে যাও।মরতে যদি ভাল না লাগে আমার কাছে এসো, আমি তোমাকে নতুন বুদ্ধি শিখিয়ে দেব, সে মরন মরে তুমি স্বর্গের দেবতা’ পাবে।স্বর্গের দেবতা যদি না পাও আমাকে বোলো আমি স্বর্গের দেবতা এনে হাজির করে দেব।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

দেশ দরদী দেশে সুন্দর

দেশ দরদী দেশে সুন্দর বন্যেরা যে বনে, দেশদ্রোহীগণ বনের পশু বলবে জনে জনে। দেশের প্রতি অগাধ মায়া মনটা তাহার খাঁটি,

মৃত্যু তেমন সত্য

শশী, দিনমণি, ধরণী যেমন সত্য পাহাড়, নির্ঝর, সাগর যেমন সত্য অনন্তলতা, অলকানন্দা, নিশিগন্ধা যেমন সত্য সমুদ্রবল্লভা, ঝটিকা যেমন সত্য গগন,

Leave a Reply