মরণ -৫ ( প্রেমের কবিতা)

0

আবার যদি তাকে দেখি আমি কি বলব? তোমাকে ছাড়া আমি বাঁচবনা, তুমি যদি আমার না হও আমি মরে যাব। যদি সে তোমার না হয়? আমি সত্যিই সত্যিই মরে যাব। সে মরন কেমন মরন হবে?  এমন মরন যে মরন কেউ মরেনা। সে মরন মরে  তুমি কি পাবে?  এমন কিছু পাব যা কেউ পায়নি। তাহলে তুমি সে মরন মরতে চাও? হ্যাঁ।তাহলে তুমি এক্ষুনি মরে যাও।মরতে যদি ভাল না লাগে আমার কাছে এসো, আমি তোমাকে নতুন বুদ্ধি শিখিয়ে দেব, সে মরন মরে তুমি স্বর্গের দেবতা’ পাবে।স্বর্গের দেবতা যদি না পাও আমাকে বোলো আমি স্বর্গের দেবতা এনে হাজির করে দেব।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply