মিথস্ক্রিয়া

play icon Listen to this article
1

=

মিষ্টি যোগে’ই দুধে’র আহ্লাদ বাড়ে ।

যদি- চুবানো’র ধর্ম পালন করা লাগে ।

নয়-তো দুধ আর- রুটি’র মিথস্ক্রিয়া জিহ্বা’র হরফ বদলে ছাড়ে ।।

=

ম. প্র. (০১-০৮-২০২১)

=

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

মনিরুজ্জামান প্রমউখ

Author: মনিরুজ্জামান প্রমউখ

মনিরুজ্জামান প্রমউখ । কবি, বাস্তবতা'র কবি ।।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মরে গেছি – ৪

জন্মও নিয়েছি তোমার জন্য মরবও তোমার জন্য। অথচ সেই তুমি আমার নয়। আজ আমার কি করতে ইচ্ছে হয়?মরে যেতে ইচ্ছে

তুমি আমার – ৯

তুমিও আমার , আমিও তোমার। অথচ কে যেন আমার নয়?  সে জনা কে? সে জনা হল, তুমি আমার। তুমি আমার

কবিতা

ঘন্টার পর ঘন্টা কবিতা লিখি। অথচ আজ আমি একটাও কবিতা লিখিনি।কেন? কবিতা লিখতে আমার ভাল লাগেনা।এমন কবিতার জন্ম কেন হল?

চোখে চোখে

চোখে চোখে চোখ রাখলে কি হয়? চোখে চোখে চোখ রাখলে চোখে চোখ থাকেনা।সে চোখ কোথায় যেন হারিয়ে  যায়। আজ আমার

Leave a Reply