মিথস্ক্রিয়া

1

=

মিষ্টি যোগে’ই দুধে’র আহ্লাদ বাড়ে ।

যদি- চুবানো’র ধর্ম পালন করা লাগে ।

নয়-তো দুধ আর- রুটি’র মিথস্ক্রিয়া জিহ্বা’র হরফ বদলে ছাড়ে ।।

=

ম. প্র. (০১-০৮-২০২১)

=

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মনিরুজ্জামান প্রমউখ

Author: মনিরুজ্জামান প্রমউখ

মনিরুজ্জামান প্রমউখ । কবি, বাস্তবতা'র কবি ।।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

Leave a Reply