মেমোরি কার্ডে লিখিত পরিমানের চেয়ে কম থাকে কেন?

play icon Listen to this article
0

বর্তমানের আমরা সবাই মোবাইল ফোনে স্টোরেজ ডিভাইস হিসাবে মেমোরি কার্ডকে ব্যবহার করে থাকি। যদিও পূর্বে ডেটা সংরক্ষণ করা হতো বড় বড় স্টোরেজ ডিভাইসে।কালের বিবর্তনে যা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। যেহেতু আমারা সকলেই মোবাইল ফোন ব্যবহার করি তাই আমারা অবশ্যই মেমোরি কার্ড নামক বস্তু সাথে পরিচিত।

আমরা যখন বাজার থেকে মেমোরি কার্ড কিনে আনার পর আমাদের ডিভাইসে ইনস্টল করার পরেই দেখি লিখিত পরিমানের চেয়ে কিছু পরিমান জায়গা কম রয়েছে। অনেকে মনে করেন এটি বোধ হয় যান্ত্রিক ত্রুটি। কিন্তু আসলে এটি হলো গণনা পদ্ধতির ত্রুটি।

আমারা সর্বদা SI(এস আই) পদ্ধতিতে পরিমাপ করে থাকি। কিন্তু একটি কম্পিউটার বাইনারী পদ্ধতিতে গণনা করে থাকে। যারা বাইনারী সর্ম্পকে জানেন না তারা এটু খোঁজ করলেই জানতে পরবোন বাইনারী কী?

SI পদ্ধতিতে,
1000 Bytes = 1 KB
1000KB = 1 MB
1000MB = 1 GB etc.

অন্যদিকে কম্পিউটারের বাইনারী পদ্ধতি,
1024 Bytes = 1KB
1024 KB = 1 MB
1024 MB = 1 GB etc

এবার মনে করেন আপনি ৮ জিবির একটি মেমোরি কার্ড ব্যবহার করবেন। সেক্ষেত্রে মেমোরি কার্ডে উপরে SI পদ্ধতি লেখা থাকে। অর্থাৎ সেখানে স্টোরেজের পরিমান = (8× 1000MB)= 8000 MB
কিন্তু আপনার ডিভাইস যেহেতু বাইনারী পদ্ধতিকে মান্য করে তাই সে এ পরিমান কে হিসাব করবে (8000÷1024MB)= 7.8125 GB। তাহলে বোঝা গেলো কেন এরকম হয়।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Rafi shalehin

Author: Rafi shalehin

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

শাস্তি

তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই

মানুষ (১৩)

মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই।

ভালবাসার নাম কি?

যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব 'বেঁচেছি'।

2 Replies to “মেমোরি কার্ডে লিখিত পরিমানের চেয়ে কম থাকে কেন?”

Leave a Reply