ম্রো গান

ম্রো জাতিগোষ্ঠীর মানুষেরা মুরং নামেও পরিচিত। নিজেদেরকে মারুচা বলে পরিচিয় দেয়া এই জনগোষ্ঠীর ম্রো নামের অর্থ মানুষ(একবচন), এবং বহুবচনে সেটি হবে মুরং। বান্দরবানে বসবাসকারী দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ম্রো। মায়ানমারে তাদের আদি নিবাস ছিলো, এখন বাংলাদেশ, ভারত এবং মায়ানমারে বসবাস করেন। এরা মূলত প্রকৃতি পূজারি হলেও বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মাবলম্বীও এদের মাঝে রয়েছে(এদের মাঝে নতুন একটি ধর্ম দেখা যাচ্ছে- ক্রামা ধর্ম)। চলুন গান শুনে নেই-

১০ টি আদিবাসী গান শুনুন

 

নিয়ে নিন – hoichoi monthly subscription (বিশেষ ছাড়ে)