0তুমিও মানুষ আমিও মানুষ। অথচ কে যেন বলতেছে আমরা মানুষ নই।সে কি পাগল? অবশ্যই পাগল তানাহলে মানুষকে কেউ পাগল বলে।এই পাগলকে কি করা উচিত? ইচ্ছেমত গনপিটুনি দেওয়া উচিত। এই যে পিটুনি দেওয়ার যাবতীয় ব্যবস্থা করতেছি।। 0
Category: নতুন লেখকদের লেখা
0আর যা বল ভালবাসি বোলোনা। ভালবাসি বললে আমি তোমার জন্য পাগল হয়ে যাব।কেউ কি পাগল হতে চায়? না, কেউ পাগল হতে চায়না।তাই আমিও পাগল হতে চাইনা। 0
0মানুষকে কখনও অবিশ্বাস কোরোনা।মানুষকে বিশ্বাস কোরো।কারন, মানুষ তোমার ভাই। 0
0যারা শুধু ভালবাসে মরেনা তারা কভু ভাল বাসেনা আমি তোমায় ভালবাসি, মরবে কি? না মরলে বলব ‘বেঁচেছি’। 0
0১.কক্সবাজার This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license. Author Mufahim ২.সিলেট চা বাগান This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license. Author Maharun Nesa Bristy ৩.কুয়াকাটা This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0 Unported license. Author Sparkle24 ৪.সুন্দরবন This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 3.0
0দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন দিন, তার পরে ও লোক ঠুকিয়ে করলে যত ঋণ। বয়স ভারে যাচ্ছো তলায় হও না তবুও চুপ? একদিন তবে ঠিকই দিবে চোরাবালি ডুব! মরণ কোলে পড়বে সেদিন সুখের দিবে ঘুম! কোথায় যাবে আধিক্য ওই জাঁকজমক
0ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে কিসের মধ্যে আটকে গেলে প্রভুর জবাব দেবে। প্রভুর পথে বিফল হয়ে জগৎ মায়ার টানে, ছাড়তে হবে জগৎ একদিন অন্তিম যাত্রা পানে। অনন্ত কাল সদয় থেকো থেমে কেনো তবে? তোমার গড়া সৃষ্টি যেন ধরায় পড়ে রবে।
0অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা পাবে? পিঠের দাঁড়া ভাঙ্গা জাতি চাকর হয়ে যাবে। অলীক স্বপ্ন ভাগ্যের উপর আশার স্বপন ঢাকা, অক্ষম জাতি ভাবতে থাকে সচল ভাগ্য চাকা। ভাগ্যের স্রোতে গা ভাসিয়ে মরবে জাতি ডুবে! আঁধার ঢাকা আলোর রেখা দেখবে তবে
0আমার মাও ভাল, বাবাও ভাল ;কাকে আমি বেশি ভালবাসব?মা বলে, আমি তোকে বেশি ভালবাসি , বাবা বলে, আমি তোকে বেশি ভালবাসি। একদিন পরীক্ষা হয়ে গেলঃ বাবা আমাকে পিটতে আসল, মা ছোড়াল।সেই থেকে মাকে আমি বেশি ভালবাসি। কিন্তু মা আমাকে দেখতে পারেনা, বলে, আমি তোকে যখন বাবার কাছ থেকে ছোড়াই তখন তুই আমাকে ভালবাসছ্ এছাড়া তুই
0নদীতে যখন ঢেউ উঠে মানুষ তখন কি ভাবে? আমি যদি নদী হতাম।আজ কি আমি নদী? না।তাহলে? ” আমি কবে নদী হব?” নদী হলে কি হবে? আমার নদীতে শুধু ঢেউ উঠবে, শুধু ঢেউ উঠবে। আমি সাগরে ভেসে যাব।আমার চাওয়ার পাওয়ার কিছুই থাকবেনা। আমি হব এক অমোঘ নদী। তাহলে? ” সেই দিনটি কেন আসেনা!” 0