0সবার আগে কি? মা।সবার পরে কি? মা। মা কি জিনিস? মা হল সেই জন যে মা হয়ে বাঁচে। আজ আমার মায়ের জন্মদিন আজ আমি কি বলব? মা তুমি দীর্ঘ জীবন লাভ কর, কারন তুমি যে মা। মা যদি মা হয়ে না বাঁচেন তাহলে কি হবে? সব মা মরে যাবে। সবচেয়ে সুন্দর মা আছেন কোথায়?
Category: নতুন লেখকদের লেখা
0আমার আমিকে আমি চিনি কিভাবে? আমার একটি নাম আছে সে নাম দিয়ে। সে নাম কি ‘সুন্দর’? হ্যাঁ, ‘সুন্দর’। তাইতো আমি আজ বেঁচে আছি। সে নাম যদি ‘সুন্দর ‘ না হত আমি মরে যেতাম। সে নাম কি আর কারো আছে? না, আর কারো নাই। তাহলে আমার বাঁচা আরো সুন্দর হবে। সে নাম কেউ কাউকে বলেছিল? না,
0তোমরা যদি কখনও আমাকে পথের ধারে ফুল তুলতে দেখ তোমরা আমাকে বোলো, ‘তুমি এখানে কেন? তোমার কাজ তো মানুষের সেবা করা’।কে বলেছিলেন হযরত মীকবার (আঃ)। কেন? এ কথা বললে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন।আজ তিনি কোথায় আছেন? আজ তিনি মিরেস্বরাই আছেন। সেখানে বসে তিনি কি করছেন? সেখানে বসে তিনি ফুল তুলছেন। আজ আমরা তাকে
0যদি সূর্য পশ্চিম দিকে উদয় হত আর পূর্ব দিকে অস্ত যেত তাহলে কি হত? পৃথিবী উল্টে যেত। আজ কি পৃথিবী উল্টা? না, আজ পৃথিবী ঠিক আছে। কেন? আজ তুমি আছ। তাহলে? উল্টা পৃথিবী কবে হবে? কারন, উল্টা পৃথিবী যে আমার বড় দেখতে ইচ্ছে করছে। 0
0আগেও আকাশ ছিল এখনও আকাশ আছে। আকাশ থাকলেই আমার ভাল লাগে। সবচেয়ে সুন্দর আকাশ’ দক্ষিণ শ্রীমঙ্গলে। একদিন সেখানে আমি যাব, দেখব সে কি করে। আমাকে যদি অভিবাদন জানায় আমি তাকে একটি সুন্দর গোলাপ উপহার দেব । একদিন তার জন্মদিন ছিল আমি যাইনি।সে যে কি রাগ হয়েছিল আমি তা কেমন করে বোঝাব! তাকে দেখলেই কেন যেন
0এসো আমরা মানব প্রেমে ধাবমান হই সবে, প্রেম কাননে হৃদয় মাঝে ফুল ফোটাবো তবে। মানব জীবন হোক উপভোগ প্রেমের মধ্যে দিয়ে, মিলবে মানব বিভেদ ভুলে এক তরীতে গিয়ে। সূর্য যেমন আলোর পরশ ভুবন আলো করে, সমান ভাগে আলোর ছটা বিলায় সবার তরে। নেইতো বিভেদ পবন মাঝে জাতি ধর্মের নামে, একই ভাবে বাতাস দেয় যে সব
0যদি জীবন না থাকত তাহলে কি মরন থাকত? না, মরন থাকতনা।তার মানে জীবন আছে বলেই মরন আছে। তুমি আমাকে সে জীবন দাও যে জীবনের কোন শেষ নেই। সে জীবন পেলে বলব, মরন নেই। না না সে জীবন দেওয়া সম্ভব নয়। কেন? সব জীবনেরই মরন আছে। তাহলে এমন জীবন সৃষ্টি হল কেন যে জীবনের শেষ আছে?
0ধনী হতে চেয়েছিলাম।কিন্তু ধনী হতে পারিনি।আজ আমি দুঃখে মরছি। দুঃখ করে কি হবে? ধনী হওয়ার চেষ্টা করে যাই।চেষ্টা করে যদি ধনী হওয়া না যায়? তখন আবার দুঃখ হবে। তাহলে? ধনী হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিন তো ভাবতে পারব ধনী হওয়ার চেষ্টা তো করেছি। কেউ কোনদিন ধনী ছিল?আহমদ মুসা ধনী ছিল। ধনী হওয়ার পর
0একদিন একটি পাখি উড়ে এসে বলল, তোমার কিছু লাগবে? আমি বললাম, হ্যাঁ লাগবে। সে বলল, কি? আমি বললাম, তোমার দুটো ডানা লাগবে। সে বলল, আমার দুটো ডানা তোমাকে দেওয়া সম্ভব নয়। আমি বললাম তাহলে আমি উড়ব কিভাবে? সে বলল, তোমার উড়তে হবেনা, তুমি শুধু আমাকে উড়তে দেখ। আমি বললাম, এ জন্যই আমার সৃষ্টি হয়েছে? সে
0তুমি থাকলে কি হয়? তুমি থাকলে কি না হয়? তুমি থাকলে ফুল ফোটে, চাঁদ ওঠে, পাখি গায়, তুমি থাকলে নদী বয়ে যায়, তুমি থাকলে শুকতারা’ নতুন নাম নিয়ে ডাকে।তুমি থাকলে এত কিছু হয় কেন? তুুমির মনে হয় আরো এক তুমি আছে যে যমুনার পাড়ে বেড়াতে গেছে।বেড়ানো শেষ হলে এলে বলব, সেখানে কি? যদি বলে কিছু