1
নগরীর অবস্থা
জোবায়ের হোসাইন সাকিব
নগরীর অবস্থা ভালো নেই
পুড়ছে শহর, জ্বলছে কারো ঘর
এ নগরীর দেয়ালে দুঃখ লেখা
হাজারো বিদ্রোহী বাণীতে ঢেকেছে চত্বর।
নগরীর অবস্থা ভালো নেই
আরো ভালো নেই চোখ, ঘুম নেই রোজরোজ
পকেট টা হচ্ছে ছোট , রুমে বন্দী আর কত!
পাওনাদারদের গোলাম করেছো শোকজ.।
নগরীর অবস্থা ভালো নেই
সুদে বুদ, তাতে শুর তোলে একদল জানোয়ার
বকসিসে বন্ধু বোনে আমলাতন্ত্রে,অফিসি যন্ত্রে
আমি সৎ তাই আজ শকুনের পাহারাদার।
নগরীর অবস্থা ভালো নেই
জালিয়াতি-জুলুম টিকে যাচ্ছে বহুত
মনের খায়েশ সব এক ঢোকে গিলে খাই
জীবনের হয়রানি মস্তিষ্কে করছে বুববুদ।
সমাপ্ত

1