শহরের বুকে – ভাস্কর পাল

play icon Listen to this article
0

শহরের বুকে

  • ভাস্কর পাল

 

এ শহরের বুকে, রাত নেমে আসে

ঠিক যেন দিনের শেষে।

কাজ সেড়ে বাড়ি ফেরে-

অজানা কত ভিড়;

যারা দিনের শুরুতে বেরিয়েছিল

নিয়ে অজানা সুখের তরী!

গলির মোড়ে মোড়ে, রাস্তার ধারে ধারে;

ভিড় ঠেলে এগিয়ে চলে-

শহরের বুকে নেমেছে কত অজানা প্রাণ।

মাঝ রাতে যেখানে হানা দেয়

কিছু লেলি কুত্তার দল।।

 

কত স্বপ্ন কত আশা

কত মানুষের কত ভরসা,

সবটাই সঞ্চিত করে আসে রোজই

নব নব মানুষের ধারা!!

দিনের শেষে কেউ ফেরে স্বপ্ন ভেঙে

আবার কেউ বা নিয়ে যায়-

অনেক কিছু ধরে।।

 

শহরের বুকে লেগেছে বর্ষণ ধারা,

দেখায় হাজারও স্বপ্ন তারা;

মায়া ভরা এই শহরের সবটাই,

কল্পনায় ঘেরা।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ

মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ মা তুমি কেমন আছ? কতো দিন দেখি না তোমায়, তোমার কথা মনে হলে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

Leave a Reply