শহরের বুকে – ভাস্কর পাল

0

শহরের বুকে

  • ভাস্কর পাল

 

এ শহরের বুকে, রাত নেমে আসে

ঠিক যেন দিনের শেষে।

কাজ সেড়ে বাড়ি ফেরে-

অজানা কত ভিড়;

যারা দিনের শুরুতে বেরিয়েছিল

নিয়ে অজানা সুখের তরী!

গলির মোড়ে মোড়ে, রাস্তার ধারে ধারে;

ভিড় ঠেলে এগিয়ে চলে-

শহরের বুকে নেমেছে কত অজানা প্রাণ।

মাঝ রাতে যেখানে হানা দেয়

কিছু লেলি কুত্তার দল।।

 

কত স্বপ্ন কত আশা

কত মানুষের কত ভরসা,

সবটাই সঞ্চিত করে আসে রোজই

নব নব মানুষের ধারা!!

দিনের শেষে কেউ ফেরে স্বপ্ন ভেঙে

আবার কেউ বা নিয়ে যায়-

অনেক কিছু ধরে।।

 

শহরের বুকে লেগেছে বর্ষণ ধারা,

দেখায় হাজারও স্বপ্ন তারা;

মায়া ভরা এই শহরের সবটাই,

কল্পনায় ঘেরা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply