অভাব – ভাস্কর পাল

0

অভাব

  • ভাস্কর পাল

 

ভাতের থালায় কান্না ঝরে

ফেনা ভাতেও নুন নাই যে-

অভাবের চিহ্ন হাতড়ে মারে

উদ্বাস্তুদের মনের ঘরে।

 

কত আছে ধ্বনি মানব

তিনবেলা খাবার নষ্ট করে-

অপর দিকে এমনও আছে

একবেলা পায় না, পেট পুড়ে খেতে।

 

তাদের নিয়ে উপবাস চলে

করুনার খাতায় ছবিও তোলে-

তবুও তাদের দয়া করে

একটি বারও দেয় না খেতে।

 

তাদের নাকি গরিব বলে

ভাত জোটে না তাদের কপালে-

জোটার মধ্যে জোটে শুধুই অত্যাচার।

অভাবের খাতায় তারাও নাকি মানুষ আবার

তাদেরও আছে একটা পরিবার

আছে স্বপ্ন হাজার হাজার।।

 

কারোর আবার অভাব মনের

স্বার্থপর রূপে তাদের চেনে-

হিংসা – ঈর্ষায় ভরা তারা

তাদের অভাব ভালোবাসার।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply