0
শেখ মুজিবুর
মোঃ রুহুল আমিন
তারিখ – ১১-০৩-২০২৩
===================
শেখ মুজিবুর দেশ স্বাধীনের
দেয় বিজয়ের ডাক,
শেখ মুজিবুর দেশ কাঁপানো
শত্রুর ভয়ের বাক!
শেখ মুজিবুর.. মহান নেতা
বাংলা জন্মের প্রাণ,
শেখ মুজিবুর তোমার কন্ঠে
পেলাম বিজয় ঘ্রাণ।
শেখ মুজিবুর দেশ স্বাধীনের
একটা বীরের নাম,
শেখ মুজিবুর বিজয় বার্তায়
পেলো বিশ্বে দাম।
শেখ মুজিবুর তোমার জন্য
আমরা গর্বিত জাত,
শেখ মুজিবুর তোমার ডাকে
বাঙালি দেয় ঘাত।
শেখ মুজিবুর স্বাধীনতায়
উচ্চ মম শির,
শেখ মুজিবুর মোদের দেশের
মহান শ্রেষ্ঠ বীর।
শেখ মুজিবুর …বিজয় এনে
দেয় বাঙালির মান,
শেখ মুজিবুর জাতির জনক
বাঙালির যে জান।
শেখ মুজিবুর রাখলো বাজি
জাতি পাইনি ভয়,
শেখ মুজিবুর গর্জন দিয়ে
ছিনিয়ে নেয় জয়
শেখ মুজিবুর লাল সবুজের
নিশান এঁকে দেয়,
শেখ মুজিবুর নাম বাঙালি
গভীর শ্রদ্ধায় নেয়।
আরো পড়ুন-
- এইচআইভির সাধারণ লক্ষণ
- প্রোটিন জাতীয় খাবার তালিকা
- আইসিসি ট্রফি জয়ের গল্প
- ঘূর্ণিঝড় মখা
- মৌলিক উৎপাদক কাকে বলে?
0