শেখ মুজিবুর

0

শেখ মুজিবুর
মোঃ রুহুল আমিন
তারিখ – ১১-০৩-২০২৩
===================
শেখ মুজিবুর দেশ স্বাধীনের
দেয় বিজয়ের ডাক,
শেখ মুজিবুর দেশ কাঁপানো
শত্রুর ভয়ের বাক!

শেখ মুজিবুর.. মহান নেতা
বাংলা জন্মের প্রাণ,
শেখ মুজিবুর তোমার কন্ঠে
পেলাম বিজয় ঘ্রাণ।

শেখ মুজিবুর দেশ স্বাধীনের
একটা বীরের নাম,
শেখ মুজিবুর বিজয় বার্তায়
পেলো বিশ্বে দাম।

শেখ মুজিবুর তোমার জন্য
আমরা গর্বিত জাত,
শেখ মুজিবুর তোমার ডাকে
বাঙালি দেয় ঘাত।

শেখ মুজিবুর স্বাধীনতায়
উচ্চ মম শির,
শেখ মুজিবুর মোদের দেশের
মহান শ্রেষ্ঠ বীর।

শেখ মুজিবুর …বিজয় এনে
দেয় বাঙালির মান,
শেখ মুজিবুর জাতির জনক
বাঙালির যে জান।

শেখ মুজিবুর রাখলো বাজি
জাতি পাইনি ভয়,
শেখ মুজিবুর গর্জন দিয়ে
ছিনিয়ে নেয় জয়

শেখ মুজিবুর লাল সবুজের
নিশান এঁকে দেয়,
শেখ মুজিবুর নাম বাঙালি
গভীর শ্রদ্ধায় নেয়।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply