সুন্দর মনের মানুষের কি করতে হয়? সুন্দর মনের মানুষের প্রশংসা করতে হয়।সবচেয়ে সুন্দর মনের মানুষ কে? সবচেয়ে সুন্দর মনের মানুষ আমার প্রিয়া সুরঞ্জনাঃ সুরঞ্জনা আমাকে দেখলেই হাত এগিয়ে দেয়;বলে আমার এ হাতে তোমার হাত রাখ।সে আমাকে দেখলেই লাল জবা ফুল গুঁজে দেয় বলে; তোমাকে লাল জবা ফুল ছাড়া মানায়? সে রোজ রাতে নাকি স্বপ্ন দেখে আমি তার হব; আমি তার হই সে আনন্দে ময়ূর নাচ নাচে।তার নাকি তিনটি পাখি আছে কুহু ডাক ডাকে; সে আমাকে দেখলে পাখির সাথে কুহু ডাক ডাক ডাকতে থাকে। তার নাকের উপরে একটি তিলি আছে ; সে আমাকে দেখলে এ তিলি চুলকাতে থাকে।তার দুটি চোখে দুটি তারা; সে একদিন বলে আমার দুটি চোখের দুটি তারা শুধু তোমার কারনেই পৃথিবীর আলো দেখে ; তার হাতের বাম আঙুল নাকি একটু বাঁকা ; সে আমাকে বলে, তুমি কাছে থাকলে এ আঙুল সোজা হয়ে যাবে। তার যে ঠোঁটে একটি কালো দাগ আছে সেটি নাকি গতকাল সাদা হয়ে গিয়েছিল আমার কারনে।
সুরঞ্জনাকে নিয়ে আমার মনে রোজ রাতে স্বপ্ন জাগে। সুরঞ্জনা বলে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে হবেনা, আমি আছি সবসময় কাছাকাছি।
সেই সুরঞ্জনাকে নিয়ে আমার একটি ছবি আঁকার ইচ্ছে আছে। সেটি কত সুন্দর হবে সেটাই ভাবছি। সেটি যদি কোন অষ্টাদশী’ ছাড়িয়ে যায় আমার কিছু বলার থাকবেনা।
আরো পড়ুন-
- মৌলিক সংখ্যা কাকে বলে?
- উপাত্ত কাকে বলে?
- টুইট কাকে বলে?
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- মহাভারতের পঞ্চপান্ডব
