আত্মসম্মান

2

আত্মসম্মান

মাথা উঁচু করে বাঁচার জন্যও ভাগ্য লাগে।

টাকা থাকলেই কেউ মাথা উঁচু বা গর্বের সাথে বাচঁতে পারে না।।

কেউ টাকার জন্য, কেউ পরিস্থিতির জন্য কারো না কারো কাছে মাথা নত করে থাকে।।

কিন্তু অনেক সময় আপনি না পরিস্থিতির স্বীকার হবেন আর না অন্য কিছু

তারপর আপনাকে কিছু মানুষের সামনে মাথা নত করে থাকতে হয়।

অনেকে হয়তো বলবে সবই পরিস্থিতি

কিন্তু আপনি নিজেও জানেন পরিস্থিতি তৈরী কিন্তু আমাদের ধারায় হয়।।

 

তাই আমি বলবো আর যায় করুন মাথা উঁচু করে বাচঁতে শিখুন।। টাকা কিংবা পরিস্থিতি কোনো কিছুকেই নিজের আত্মসম্মান থেকে বড়ো ভাববেন না।।

আর অন্যকেও জোর করবেন না আপনার জন্য মাথা কেউ মাথা নত করে বাঁচুক।।

 

অর্পিতা-AK🍂

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

2

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইসলামী জীবন

ইসলামী জীবন মোঃ রুহুল আমিন ইসলামের মূল স্তম্ভ গুলো মেনে জীবন গড়ি, ঈমান মজবুত করে মুসলিম সঠিক পথটা ধরি। ঈমান

কবিতা দুফোটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ

কবিতা দুফোঁটা মায়া অশ্রু আফছানা খানম অথৈ স্বামী চলে গেলে বহু দূরে বিদায়কালে রেখে গেলে দুফোঁটা মায়া অশ্রু। আঁচলে বেঁধে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

One Reply to “আত্মসম্মান”

Leave a Reply