কবিতা (মুক্তির সনদ)

0

” মুক্তির সনদ”

বুলবুলিটি খাঁচা থেকে আজ মুক্তি পেয়েছে,

আজ সে উড়বে আকাশে

বুলবুলিটি আনন্দিত কারণ

সে বহুদিন পর ডানা ঝাপটাবে বাতাসে।

আজ সে দেখবে

ধরণীকে নতুন করে

আজ সে তাল মিলাবে

প্রকৃতির সুরে।

মুগ্ধ হবে সে

প্রকৃতির রূপে

ক্ষুব্ধ হবে সে

মানুষের মনের ক্ষুভে।

জানবে আজ

এক নতুন ভয়কে

চিনবে আজ

মনুষ্যত্বহীন শিকারীর রূপকে।

শিখবে সে

লড়াই করতে

বাঁচবে সে

নতুন ভুবন গড়তে।

.. Arpita🖋🖊।।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

নাজাত পাবে সবে

নাজাত পাবে সবে মোঃ রুহুল আমিন আরব দেশে মুরুর বুকে এলো নূরের নবী, সেই খুশিতে ঝলমলে রয় সারা জাহান সবি।

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার দক্ষিণ গদাইপুর গ্ৰামে ২২ অক্টোবর ১৯৮৭ ইংরেজি

One Reply to “কবিতা (মুক্তির সনদ)”

Leave a Reply