কিছু প্রশ্নেরা – ভাস্কর পাল

0

কিছু প্রশ্নেরা

  • ভাস্কর পাল

 

কিছু প্রশ্নেরা দিগন্তে বিস্তৃত, নীলিমা ছাড়িয়ে যারা উন্মাদিত

সময়ে অসময়ে শ্রুতি টেনে এনে ভাঙে মনের আগল।

সেসব প্রশ্নঃ করাই যায়, লিখে রাখা যা পাতায় পাতায়

সেসব প্রশ্নের নেই পূর্ণমান,, উত্তরের নেই সীমানা

দিগন্ত ছাড়িয়ে কেবল মহাশুন্যে ভাসমান তারা

সেসব প্রশ্নঃ জবাব চায়নি অহেতুক করেনি জেদ

কেবল উঠে এসেছে সময়ে সময়ে হাজারও প্রশ্নের রেশ।

 

বিশ্ব নাটকের মঞ্চে প্রশ্নঃ গুলো স্তব্ধ

সু-মধুর কণ্ঠ হতে কেবল বধিরতার শব্দ

ক্রমে ক্রমে পারাপার হয়ে যুগের

প্রশ্নঃ গুলো রয়ে যায় উত্তর নাহি খোঁজে

কিছু প্রশ্নেরা বাঁধে কাব্যি নিজের মনের আড়ালে

হৃদয়ের বন্ধন ভাঙিয়া বাহির নাহি হতে পারে

কিছু স্তম্ভে স্তম্ভে প্রলেপিত, সময়ের কাছে তবুও নত

নিজেকে নাহি খুঁজিয়া পেয়ে, প্রশ্নঃ গুলো স্তম্ভিত।।

 

এসব, দেওয়ালে দেওয়ালে শহরের ইটে-কাঠে-পাথরে

বাঁধা কত দূরন্ত শব্দ, নয় তারা পুস্তকিত।

ভাঙিয়া লুটিয়া অশ্রু মিশিয়া তবুও সঞ্চিত

বাহিরে নাহি পায় মর্যাদা প্রশ্নঃ সমূহ

বিস্ময়ে শঙ্কায় প্রশ্নরা সকল নত…

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply