“চুনিয়া আমার আর্কেডিয়া” কবিতার ‘পাঠ-পরিচিতি’

0

“চুনিয়া আমার আর্কেডিয়া “কবিতাটি কবি রফিক আজাদের ‘চুনিয়া আমার আর্কেডিয়া ‘কাব্য থেকে সংকলিত হয়েছে। এটি একটি প্রতীকী গদ্য কবিতা। ” চুনিয়া “নামের একটি গ্রামের প্রতীকের মধ্য দিয়ে কবি মানুষকে সুন্দর ভাবে বাঁচার আহ্বান জানাচ্ছেন।

কবির কথায়, চুনিয়া একটি ছোট্ট আদিবাসী গ্রাম। শহর থেকে অনেক দূরে এর অবস্থান। মনোরম সবুজ প্রকৃতির পটভূমিতে স্থাপিত বলে চুনিয়া কখনো হিংস্রতা দেখে নি।

দেখে নি রক্ত পাত।

চুনিয়া শুধু জানে মানুষকে ভালোবাসতে।মানব সমাজের আজ যে হিংসা হানাহানি রক্ত পাত দেখা যায়, চুনিয়া তে এসব নেই।

সবাই এখানে তাই সুখে থাকে।

কবি মনে করেন, প্রতিটি মানুষই আসলে এরকম। সভ্য সমাজের অনেকেই এ-ই ধরনের স্নিগ্ধ সুন্দর গ্রাম কে অথবা গ্রামের মতো পরিবেশ কে বুকের মধ্যে লালন করে থাকেন।

চুনিয়া বিশ্বাস করে,মানুষ মারণাস্ত্র ফেলে, হিংসা -দ্বেষ ভুলে পরস্পর ভালো প্রতিবেশী হবে। কেননা মানবতার পক্ষে দাঁড়ানোই হচ্ছে মানব সভ্যতার মূল কথা।

এর থেকে শিক্ষা পাওয়া যায় যে;আমাদের সকলের উচিৎ মানবতার পক্ষে দাঁড়ানো এবং ভালো ব্যবহার করা। 

 


আরো দেখুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

উপন্যাস পর্ব এক মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "এক" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ আসছে ১লা বৈশাখ শুভ নববর্ষ।চারদিকে নতুন বছরের আমেজ ফুটে

দগ্ধ ধোঁয়ার ছাই

সাজ গোছেতে পরিপাটি সবার চোখে ভাই, ভেতর পোড়ে আগ্নেয়গিরি দগ্ধ ধোঁয়ার ছাই। ভেতর মাঝে অনল দহন জানে পোড়া মন, আপন

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

One Reply to ““চুনিয়া আমার আর্কেডিয়া” কবিতার ‘পাঠ-পরিচিতি’”

Leave a Reply