ধংসের প্রলয়

0

অত্যাচারীর শিকল ভেঙ্গে
রুখতে হবে আজ,
জীহাদ ডাকে বিজয় রবে
ইসলাম করবে রাজ।

ভীষণ গর্জন কম্পিত্ রব
জাগো মুসলিম ভাই,
ধ্বংসের প্রলয় বিষাণ ধ্বনি
জালিম নিধন চাই।

দুর্বার তেড়ে চুরমার করে
সামনে চলো সব,
বিজয় নিশান উড়বে উধ্বে
সহায় হবেন রব।

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
বাজাও প্রলয় বীণ,
শহীদ কাম্য দ্বীনের জন্য
মুসলিম নয়তো ক্ষীণ।

অরুণ তরুণ গর্জে উঠো
দেখাও দেহের বল,
জুলুম বাজদের রুখতে তবে
গর্জন হুংকার দল।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দান আফছানা খানম অথৈ

  কবিতা দান আফছানা খানম অথৈ রোজা এলে দানের দুয়ার খুলে হাজার গুন, কিছু একটু দিলে পরে সেলফি তোলেন খুব।

ঈদ আনন্দ

ঈদ আনন্দ মোঃ রুহুল আমিন ঈদ এসেছে রোজার শেষে খুশি সবার মাঝে, সবাই রইবে নতুন জামায় পরে খুশির সাজে। ঈদের

নাজাত পাবে সবে

নাজাত পাবে সবে মোঃ রুহুল আমিন আরব দেশে মুরুর বুকে এলো নূরের নবী, সেই খুশিতে ঝলমলে রয় সারা জাহান সবি।

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন

কবি পরিচিতি কবি মোঃ রুহুল আমিন দক্ষিণ বঙ্গের সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি থানার দক্ষিণ গদাইপুর গ্ৰামে ২২ অক্টোবর ১৯৮৭ ইংরেজি

Leave a Reply