ফিনিশীয় সভ্যতা- লেখক ডট মি

ফিনিশীয়দের কথা

0

বর্ণমালার সূচনা

চলছে বইমেলার মৌসুম। বইমেলায় পাঠক ভীড় জমাচ্ছে তাদের পছন্দের বইটি কিনতে।নানা লেখক নানা ধরনের বই লিখেছেন। কেউ গল্প,কেউ কবিতা, কেউ উপন্যাস বা কেউ বা আত্মজীবনী। এই যে সাহিত্যের জগতে লেখকরা তাদের লেখালেখি নিয়ে জায়গা করে নিয়েছেন,তা কীভাবে লিখেছেন ভাবুন তো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন।সকল লেখকই তাদের নিজস্ব ভাষায় নানা বর্ণমালা দিয়ে তাদের জ্ঞানের ভান্ডারকে পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন।যে বর্ণমালা দিয়ে এতোকিছু কখনো ভেবেছেন, তা কীভাবে এসেছে। চলুন জেনে নেওয়া যাক।

ফিনিশীয়রাই বর্ণমালার উদ্ভাবক

সভ্যতার ইতিহাসে বর্ণমালা উদ্ভাবনের সবচেয়ে বড় অবদান ফিনিশীয়দের।ফিনিশীয়রাই মূলত বর্ণমালা প্রথম উদ্ভাবন করে।আমরা যে ব্যঞ্জনবর্ণ দিয়ে লেখালেখি করি,তা উদ্ভাবনেও কিন্তু ফিনিশীয়দের ভূমিকা রয়েছে। ফিনিশীয়রা ২২ টি ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করে।মূলত,আধুনিক বর্ণমালার সূচনা হয় এখান থেকেই।তাদের এই উদ্ভাবিত বর্ণমালার সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ যোগ করে। ফলে বর্ণমালা পরিপূর্ণতা লাভ করে।

এই ফিনিশীয়দের অবস্থান ছিলো লেবানন পর্বত এবং ভূমধ্যসাগরের মাঝামাঝি এক ফালি সরু ভূমিতে।এখানে কৃষিকাজের জন্য কোনো উর্বর জমি ছিলো না। ফলে,তাদের আয়ের একমাত্র উৎসই ছিলো বাণিজ্য। প্রাচীন সভ্যতার ইতিহাসে শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসবে তারা অন্যতম ছিলো।ধ্রুবতারা দেখে তারা দিক নির্ণয় করতো বলে ধ্রুবতারা অনেকের কাছেই “ফিনিশীয় তারা” নামে পরিচিত ছিলো।ফিনিশীয়রা দক্ষতার সাথে মাটির পাত্র তৈরি,কাপড় তৈরি ও রং করতে পারতো।

তাহলে,পরিশেষে বলাই যায,এই যে আমি লিখাটি লিখেছি এবং আপনি লিখাটি পড়ছেন,তাতে অবদান অনেকটাই ফিনিশীয়দের।কেননা,তাদের আবিষ্কার করা বর্ণমালা দিয়েই আমরা লেখাপড়াসহ জ্ঞানের বিচিত্র শাখায় বিচরণ করছি।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Shifa

Author: Shifa

আল্লাহ যা করবেন কল্যাণের জন্য করবেন 🙂

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সোনার ছেলে চাই

সোনার ছেলে হবার জন্য চলো স্কুলে যাই, সবার আগে সোনার ছেলে হতে আমি চাই। লেখাপড়া শিখলে সেতো সোনার ছেলে হবে,

উপন্যাস মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "দুই" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ শান্তার বাবার নাম মইন আহমেদ।বিরাট বড় লোক ও বিশিষ্ট

ইচ্ছে আমার

ইচ্ছে আমার মোঃ রুহুল আমিন ইচ্ছে আমার বেঁচে থাকার মনেতে সেই আশা, রাখবে জানি বাঁচিয়ে মোর বাংলা মায়ের ভাষা। থাকবো

কিনবে বধূ শাড়ি

কিনবে বধূ শাড়ি মোঃ রুহুল আমিন সোনালী ধান ঘরে তুলতে কৃষক কাটে ধান, খুশির হাঁসি—-মুখে নিয়ে গাহে কৃষক গান ধান

Leave a Reply