মিটাইয়া দিও – ভাস্কর পাল

0

মিটাইয়া দিও

  • ভাস্কর পাল

 

মোর হৃদয় পিপাসিত ঢলায় দাও অমৃত প্রেমের সুধা

বুকের মাঝারে আগলে লইয়া মিটায় দাও ভালোবাসার ক্ষুধা,,

 

আজই বসন্ত নিশির মৌন প্রেমে, ঝরিয়া পড়ুক পাতার কুঞ্জ

চন্দ্র সজ্জিত পূর্ণিমা নিশিতে কেশেতে সাজায়ো পুষ্প পুঞ্জ।।

 

বর্ষণ নামিলে মেঘলা বৈকালে পরনে পড়িও লাল শাড়ি

রক্ত জবার গাঢ় লালে চরণ সাজয়ও আলতা দিয়ে।

 

দক্ষিণও জানালা খুলিয়া রাখিও সাঁঝ নামিলে পরে

মৃদু হাওয়ায় চন্দ্র মল্লিকার, গন্ধ ভাসিয়া আসিবে ঘরে।।

 

নিদ্রাহারা অন্ধরাতে কণ্ঠ হতে সে গান গেয়ো

সকল দ্বন্দ্ব ভঙ্গিত হবে জড়তা কাটিবে সেই সুরেতে।

 

মেঘমোল্লার ধূসর কালিতে করিও আমারে রচিত

শঙ্খ বাজায়ে, গোপন সুরেতে করিবো তোমারে পুজ্জিত।

 

ঘন কালো কেশ খুলিয়া রাখিয়া, বাধিও যূথীরও মালা

বরণ করিব আহ্বান জানাবো সাজায় বরণ ডালা।

 

শাখায় শাখায় ফুটিবে পুষ্প নবীন রবির আভায়

গগন সাজাবে মলিন হয়ে শান্ত শুভ্র মেঘের শোভায়।

 

বসিয়া থাকিও পাশেতে মোর শুনাইয়ো কাব্য গাঁথিয়া

মৃত্যু আসিলে মিটাইয়া দিও অমৃত প্রেমের ক্ষুধা।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

One Reply to “মিটাইয়া দিও – ভাস্কর পাল”

Leave a Reply