সে এলো হঠাৎ

2

দখিনা পবনে যেন উড়িয়েছে পাল
চাঁদিনী ঢালিতেছি দ্যুলোকও হেলাল
সবুজের গালিচায় মরুভূর ও মাঠ
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

গাছে -গাছে বিহগের সুমধুর তান
থেমে গেছে সায়রের শোণিত তুফান
মোর তরী ভিড়েছে আপন সে ঘাট
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

আকাশের রংধনু সাতরং ঢালে
কিশলয়ে পূর্ণ সে পত্র হারা ডালে
অরুণের আগমনে কেটে গেছে রাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

মেঘের গগনজুড়ে আলোকের রেখা
আঁধারের সাথে আর হয়নাকো দেখা
অগোছালো সব আজ এত পরিপাট
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

বদ্ধ-দুয়ার কে যে খুলে দিলো হায়
তপ্ত রৌদ্রে কে সে গ্রীষ্মেরও ছায়
শুষ্ক মরুর বুকে প্রবাল বৃষ্টিপাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

পাহাড়ের বুক চিরে নির্ঝরও ধারা
কালের অমোঘ খেলা খেলিতেছে তারা
ফুলের স্পর্শ যেন প্রস্তরও আঘাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

একোন স্রোত জাগে আজ মরা গাঙে
জমে থাকা বালুচর অনিমেষে ভাঙে
দুখ মুছে একোন সুখের অট্টনাদ
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

চারিদিকে ঝিলিমিলি নক্ষত্র আলো
হঠাৎ শহর জুড়ে কি এমন হলো
আগে তো দেখিনি কভূ এমন প্রভাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

আমার শহর জুড়ে তার বসবাস
তার শহরে শুধু আমার অবকাশ
দুজন-দুজনে সদা সুখ পারাবাত
কে এলো হঠাৎ! কে এলো হঠাৎ!

ধরাধামে সে ছাড়া নাই কিছু আর
সে ছাড়া শূন্য মোর বিশ্ব সংসার
ওপারেও থাকি যেন আমি তারই সাথ
কে এলো হঠাৎ? সে এলো হঠাৎ।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

Delowar Hossen

Author: Delowar Hossen

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply