বাংলা শব্দের অর্থ

ইহুদী শব্দের অর্থ কি?

ইহুদী শব্দের অর্থ হচ্ছে ইসরাইলি, হিব্রু, Jew. হিব্রু বাইবেলে মানে, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে জ্যাকব বা, ইয়াকুবের চার নম্বর পুত্রের নাম ছিল ইয়েহুদা। সেখান থেকেই ঐ বংশের নাম হয়েছে ইহুদি।

জুডাহ রাজ্যের অধিবাসি হিসেবেও জিউ বলা হয়। হিব্রু বাইবেলে বহুবচন হিসেবে ইহুদিম শব্দটিও ব্যবহার করা হয়েছে। মুসলিমদের নবী ইউসুফ(আঃ) এর বড় ভাইয়ের নাম ছিল ইয়েহুদা। ইউরোপে শব্দটিকে একটি আক্রমণাত্মক শব্দ হিসেবেও অনেক সময় ব্যবহার করা হয়।

আপনার যদি আরো আগ্রহ থাকে তাহলে পড়ুন-