বাংলা শব্দের অর্থ

লেখালেখি অর্থ কি?

লেখালেখি বলতে বুঝি কোন মানুষের অনুভূতি প্রকাশ, যা কোথাও স্থায়ী রূপে সংরক্ষণ করে রাখা হয়। প্রাচীনকালে পাথরের উপর খোদাই করে লেখা হতো। পরবর্তীতে বিভিন্ন গাছের ছালে, পাতায় লিখে রাখার প্রচলন হয়।

বর্তমানে আমরা কাগজে লিখি। কিন্তু বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইলেকট্রনিক মিডিয়াতেও লেখালেখি করা যায়।

 

আর্টিকেল লেখার নিয়ম গুলো

এখন লেখালেখি একটি বৃহৎ পরিসরের আঙ্গন। অনেকে লেখালেখি করেন বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাখার জন্য। আবার অনেকে গল্প কিংবা কবিতা লেখেন, যা তাদের মনের ভাব বা অনুভূতি প্রকাশ করে।

লেখালেখি একটি সৃষ্টিশীল কর্ম। বর্তমানে অনেক প্রতিষ্ঠান লেখালেখির জন্য অর্থ প্রদান করে। যারা লেখালেখি করেন তাদের বলা হয় লেখক।

অনেকেই আছেন যারা গল্প, কবিতা, উপন্যাস, ছোট্ট গল্প ইত্যাদি লিখে থাকেন। যা বইমেলা সহ অন্যান্য বিভিন্ন উৎসবে বই আকারে প্রকাশ করেন।

আবার যারা ওয়েবসাইটে লেখেন তাদের বলা হয় অনলাইন লেখক। এই লেখকেরা লেখার মান অনুসারে তাদের লেখার জন্য পারিশ্রমিক পেয়ে থাকেন। বর্তমানে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে যারা লেখালেখির জন্য লেখকদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে থাকে।

বাংলাদেশেও বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যারা বাংলা ভাষায় লেখা আর্টিকেলের জন্য অর্থ প্রদান করে। এদের মধ্যে লেখক ডট মি অন্যতম।

লেখক ডট মি প্রতিনিয়তই মানসম্মত লেখা প্রকাশ করে আসছে। এই ওয়েবসাইটে লেখা প্রকাশ করার প্রক্রিয়াও অত্যন্ত সহজ। এখানে লিখতে চাইলে লেখক ডট মি ওয়েবসাইটটি ঘুরে আসুন।

 

আরো পড়ুন–