অনামিকার সাথে একদিন বিকেল সাড়ে পাঁচটার সময় দেখা।
সে বলে, কোথায় যাও?
আমি বলি, মাছ ঘাটে।
সে বলে, এখন মাছ ঘাটে যাওয়ার সময় হল!
সেই থেকে তার সাথে আমার ভাব।এখন দেখা হলেই কোথায় যাই, কি করি- এসব জিজ্ঞেস করে।
আমি তাকে না দেখে থাকতে পারিনা।একদিনা না দেখলে মনে হয় শত দিন দেখিনি।
সে যদি দূরে কোথাও যায় আমার মধ্যে ভীষণ চিন্তা কাজ করে। সে কখন ফিরে আসবে- এই চিন্তায় সময় কাটে।
তাকে বলেছি, পাহাড়িয়া পাতার রস খেতেনা।কারন পাহাড়িয়া পাতার রস খেলে তার যদি কিছু হয় আমি কি করব?
তাকে হাই রেজুলেশনে মুভি দেখতে আমি তাকে না করে দিয়েছি।
সে বলেছে সে নাকি আগামী শনিবার বিকেল সাড়ে ছয়টার সময় আসবে। সেদিন কি হবে সেটাই ভাবছি।
সেদিন যদি সে না আসে আমি কি করব?
কচু গাছে ফাঁসি দেব।
তেমন একটি কচু গাছ কোথায় পাব?
যদি কচু গাছ না পাই তাহলে কলা গাছে ফাঁসি দেব।
তেমন একটি কলা গাছ আছে কি?
শুনেছি তার বাড়ির ধারেই নাকি তেমন একটি কলা গাছ আছে।
