0
ধর ঘরের দুয়ার বন্ধ, পাশে যে জানালাটি আছে সেটিও বন্ধ। শুধু পাশের বিল্ডিং এর কামরাটিতে মানুষ গল্প করে সেটি খোলা কিন্তু সেটিতে কেউ নেই ; এমন সময় তুমি আমার রুমে ঢুকলে।আমি তখন কি করব? হতভম্ব হয়ে যাব।হতভম্ব হয়ে কিছুক্ষণ চুপ থাকব।চুপ থাকার পর আবার আগের মত শুরু করব।তখন গল্প হবেঃ তুমি কোথায় ছিলে, কি করতে, কি খেতে এসব গল্প করতে করতে আমরা একসময় ঢুলে পড়ব।ঢুলে পড়ে গিয়ে একে অপরের খুব কাছাকাছি আসব।কাছাকাছি এসে একে অপরকে আলিঙ্গন করব, বলব, তোমাকে ছাড়া আমি বাঁচবনা তুমি আমাকে কি দেবে ‘ তখন আমাদের মধ্যে অনেক কিছু বিনিময় হবে। এমন কিছু বিনিময় বিনিময় হবে যার জন্য আমরা তেমন একটা প্রস্তুত ছিলামনা।
তাহলে আমার কথা হল এমন একটি রাত কি তুমি চাও? চাও।তবে তোমার মনে আতঙ্ক কাজ করে।
তুমি এ আতঙ্ক দূর কর; দেখবে, পৃথিবী অনেক সুন্দর।
![nofollow 56](https://www.lekhok.me/wp-content/uploads/2024/05/56.jpg)
0